করোনা-যোদ্ধাদের হাতে PPE'বর্ম' তুলে দিতে এগিয়ে এলেন তৃণমূল সাংসদের পুত্র

করোনা সংক্রমণ রুখতে চিকিত্সক-নার্সরা যে পোশাক পরেন, সেই পোশাক অর্থাত্ পিপিই-র এই মুহূর্তে ব্য়াপক চাহিদা রয়েছে

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Mar 31, 2020, 05:39 PM IST
করোনা-যোদ্ধাদের হাতে PPE'বর্ম' তুলে দিতে এগিয়ে এলেন তৃণমূল সাংসদের পুত্র
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: একের পর এক করোনা আক্রান্তের খবর মিলছে রাজ্য়ে। আরও বেশি ঘিরে ধরছে আতঙ্ক। করোনা মোকাবিলায় দিনরাত এক করে ফেলছেন চিকিত্সক, নার্স এবং স্বাস্থ্য়কর্মীরা। কিন্তু তাঁরাও যে আতঙ্ক-বৃত্তের বাইরে নয়। কে জানে কখন কাকে করোনা থাবা বসাবে? তাই তাঁদের জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকিউপমেন্ট (পিপিই) সরবরাহের দায়িত্ব কাঁধে তুলে নিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদোস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষদোস্তিদার।

করোনা সংক্রমণ রুখতে চিকিত্সক-নার্সরা যে পোশাক পরেন, সেই পোশাক অর্থাত্ পিপিই-র এই মুহূর্তে ব্য়াপক চাহিদা রয়েছে। যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীকে সারিয়ে তোলার অবিরাম প্রচেষ্টা চালাচ্ছেন, তাঁদের জন্য পিপিই তুলে দিতে চাইছেন বৈদ্য়নাথ। পেশায় মনোবিদ। তিনি বলছেন, 'আমার অনেক সতীর্থরা পিপিই চাইছে। বেঙ্গালুরুর এক সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করছি দ্রুত ওই সামগ্রী হাতে পাব।'

আরও পড়ুন- বেলঘরিয়ার রোল বিক্রেতার শরীরে করোনার সংক্রমণ, রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬

পাশাপাশি, বৈদ্য়নাথ সোশ্য়াল মিডিয়া একটি ক্য়াম্পেন শুরু করেছেন। 'করোনাকে করোনা ভয়' এই মর্মে ক্যাম্পেনে মনোবিদ বৈদ্যনাথ দাবি করেছেন, যাঁর করোনা আতঙ্ক নিয়ে ভুগছেন, তাঁদের জন্য বিনামূল্য়ে পরামর্শ দেবেন তিনি। বৈদ্যনাথ বলেন, 'করোনা নিয়ে কেউ ভয় পেলে আমাকে ফোন করুন। আপনার আতঙ্ক কাটিয়ে তোলার চেষ্টা করবো।' 

সাংসদ কাকলি ঘোষদোস্তিদার জানান, এই কঠিন সময়ে তাঁর এই কাজকে স্বাগত। মানুষের জন্য কিছু করুক এটাই চাই।

.