Mamata Banerjee: 'এত কীসের টাকার প্রয়োজন?' নেতাদের প্রশ্ন মমতার! মদন-রবীন্দ্রনাথ-উদয়নদের নেত্রীর 'সতর্কবার্তা'
"নিজেদের মধ্যে বিবাদ নয়। ঝগড়া করলে অন্য কেউ এর সুযোগ নিয়ে যাবে।", নেতাদের বার্তা তৃণমূল নেত্রীর
নিজস্ব প্রতিবেদন: "নিজেদের মধ্যে বিবাদ নয়। ঝগড়া করলে অন্য কেউ এর সুযোগ নিয়ে যাবে।" বৃহস্পতিবার দলীয় নেতাদের উদ্দেশে এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নেতাদের নাম ধরে ধরে মনোমালিন্য মেটানোর নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী।
সূত্রের খবর, বৃহস্পতিবার নয়া তৃণমূল ভবনের বৈঠকে মদন মিত্র, রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ, পার্থপ্রতিম রায়, তুষার মণ্ডলকে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কামারহাটির বিধায়ক যাতে বাইরে বেশি মুখ না খোলেন, সেই নির্দেশ দিয়েছেন তিনি। একই সতর্ক বার্তা গিয়েছে রবীন্দ্রনাথ ঘোষের কাছেও। পাশাপাশি, উত্তর ২৪ পরগনার এক বিধায়ক এবং সাংসদকে নাকি নিজেদের মধ্যেকার সমস্যা সমাধান করে নেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। আরামবাগের সমস্যা মেটানোর জন্য বেশ কয়েকজন নেতার উপর দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী।
সূত্রের খবর, বৃহস্পতিবারের বৈঠকে একটি বিষয় ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। দলীয় নেতাদের উদ্দেশে তিনি নাকি বলেন, "এত কীসের টাকার প্রয়োজন? আমার তো নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে ইচ্ছে করে না। কী করবেন এত টাকা দিয়ে?" সম্প্রতি রামপুরহাট কাণ্ডের (Rampurhat Arson) পর ভাদু শেখ, আনারুল হোসেনের প্রাসাদোপম বাড়ি নিয়ে জোর আলোচনা হয়। বর্তমানে তৃণমূল নেতা আনারুল আগে একজন রাজমিস্ত্রি ছিলেন, তাঁর আট্টালিকা দেখে অনেকেরই চোখ কপালে ওঠে। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমোর বৃহস্পতিবারের মন্তব্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।