KMC Election: 'ধমকালে-চমকালে তৃণমূল তাকে বাইরের রাস্তা দেখাবে', হুঁশিয়ারি Abhishek-র
উত্তর কলকাতায় রোড-শো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
নিজস্ব প্রতিবেদন: পুরভোটের আগে উত্তর কলকাতার 'উন্নয়নের দায়িত্ব' নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর হুঁশিয়ারি, 'এই তৃণমূল নতুন তৃণমূল। যদি কেউ চমকায়, ধমকায়, তৃণমূল তাঁকে বাইরের রাস্তা দেখাবে। তৃণমূল আত্মসমপর্ণ করবে না, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে'।
মুখ্যমন্ত্রী সঙ্গে গোয়ায় গিয়েছিলেন। শহরে ফিরেছেন গতকাল, বুধবার রাতে। এদিন যখন দক্ষিণ কলকাতায় ৩ জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন উত্তর কলকাতায় প্রচার সারলেন অভিষেক। রোড-শো করলেন বড়বাজার থেকে বউবাজার পর্যন্ত। রোড-শো শেষে জনসভায় তিনি বলেন, 'বিজেপির কোনও কর্মসূচি নেই। শুধু ধর্ম নিয়ে রাজনীতি করছে। তৃণমূল কংগ্রস যে রাজ্যে যাবে, বিজেপিকে সেই রাজ্য ছাড়া করবে। আর কয়েক মাস পর বিধানসভা। গোয়ায় হয় তৃণমূল ক্ষমতা আসবে, নয়তো প্রধান বিরোধী শক্তি হবে। এর মাঝামাঝি কিছু হবে না'। মনে করিয়ে দিলেন , 'ত্রিপুরায় মাত্র তিন মাসে ২৪ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল'।
আরও পড়ুন: দুর্গাপুজোকে UNESCO-র স্বীকৃতি, সুকৌশলে BJP-কে বিঁধলেন মমতা; নিলেন 'বিশ্বসেরা' করার শপথ
'আত্মবিশ্বাসী' অভিষেকের দাবি, 'উত্তর কলকাতায় সবকটি আসনে জিতবে তৃণমূল। এখানে বিরোধীদের কোনও জায়গা নেই। অনেক রোড-শো করেছি। মানুষের এই আবেগ আগে কখনও দেখিনি'। তাঁর কথায়, 'আপনি যখন জোড়াফুল চিহ্নে বোতাম টিপবেন, তখন কোনও বিশেষ প্রার্থীকে নয়, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবেন'।
আরও পড়ুন: আমি করলে আর্জেন্টিনা, তোমরা করলে কি টুনটুনি! বিরোধীদের জবাব Mamata-র
দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো (UNESCO)। বিশ্বের ঐতিহ্যশালী উৎসবের (Heritage) তালিকায় স্থান পেয়েছে বাঙালির শারদোৎসবও। এদিন সেই প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'ইউনেস্তোর স্বীকৃতিই প্রমাণ, মমতা যা বলেন, তা করে দেখান। অনেক দলই ভোটের আগে আসে, ভোটের পর তাদের দেখা যায় না। তারা বসন্তের কোকিল। তৃণমূলের কোনও বিকল্প নেই। আগামিদিনে দেশের মধ্যে অন্যতম হবে কলকাতা। আমাদের ইশতেহার প্রমাণ, আমরা কী করতে চাই'। এদিন অভিষেকের রোড-শো শামিল হন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক তাপস রায়-সহ তৃণমূলের অন্য নেতানেত্রীরাও।