আয় ব্যয়ের হিসেব জানতে চেয়ে তৃণমূলকে চিঠি সিবিআইয়ের

দলের গত  চারবছরের আয় ব্যয়ের হিসেব জানতে চেয়ে তৃণমূল কংগ্রেসকে চিঠি পাঠাল সিবিআই। অনুদান ও অন্যান্য সূত্রে দলের কোন খাতে কত আয় হয়েছে তা জানতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে নির্বাচনী প্রচার, বিজ্ঞাপন ও দল চালাতে কোথায় কত খরচ হয়েছে তারও হিসেব চেয়ে পাঠানো হয়েছে।

Updated By: Mar 9, 2015, 09:03 PM IST

ওয়েব ডেস্ক: দলের গত  চারবছরের আয় ব্যয়ের হিসেব জানতে চেয়ে তৃণমূল কংগ্রেসকে চিঠি পাঠাল সিবিআই। অনুদান ও অন্যান্য সূত্রে দলের কোন খাতে কত আয় হয়েছে তা জানতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে নির্বাচনী প্রচার, বিজ্ঞাপন ও দল চালাতে কোথায় কত খরচ হয়েছে তারও হিসেব চেয়ে পাঠানো হয়েছে।

একই মর্মে একটি ইমেল পাঠানো হয়েছে মুকুল রায়কেও। মুকুল রায়ের ঘনিষ্ঠ সূত্রে খবর, তিনি সেই মেলের জবাব দিয়েছেন। জবাবি মেলে, মুকুল রায় জানিয়েছেন, চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদককে। কিন্তু, ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নন। তাই সিবিআই-এর প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন না। বর্তমান সাধারণ সম্পাদক এই জবাব দেবেন।

Tags:
.