দলনেত্রীর মিছিল ভরাতে তৃণমূলের ভরসা বহিরাগতরা

গাঙ্গুলিবাগানের মিছিলে ভিড় বাড়াতে বাইরে থেকে লোক আনছে তৃণমূল। বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই মিছিলে পা মেলাবেন দলের শীর্ষনেতারা।  তৃণমূলের পতাকা লাগানো বাসে দলে দলে আসছেন সমর্থকরা। বর্ধমান ও হাওড়া এই দুই জেলা থেকেই আসছেন সবচেয়ে বেশি লোক।

Updated By: Mar 3, 2012, 04:29 PM IST

গাঙ্গুলিবাগানের মিছিলে ভিড় বাড়াতে বাইরে থেকে লোক আনছে তৃণমূল। বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই মিছিলে পা মেলাবেন দলের শীর্ষনেতারা। মিছিল সফল করতে বিভিন্ন জেলা থেকে দলীয় সমর্থকদের নিয়ে আসা হচ্ছে। তৃণমূলের পতাকা লাগানো বাসে দলে দলে আসছেন সমর্থকরা। বর্ধমান ও হাওড়া এই দুই জেলা থেকেই আসছেন সবচেয়ে বেশি লোক। 

যাদবপুরে সিপিআইএম কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে বুধবার এলাকায় মিছিল করে বামফ্রন্ট। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে সেই মিছিলে ভাল সাড়া মিলেছিল। পরের দিন এলাকায় পাল্টা মিছিল করে তৃণমূল কংগ্রেস। কিন্তু, সে মিছিলে তেমন স্বতস্ফূর্ত যোগদান দেখা যায়নি। আজকের মিছিলকে তাই কার্যত চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

.