R G Kar Incident: এবার সতর্ক দলও! জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনও কুমন্তব্য নয়, নির্দেশ তৃণমূলে..

আরজি কর কাণ্ডে বিপাকে সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশেও থামছে মা আন্দোলন! কাজে যোগ দেওয়া তো দূর, স্বাস্থ্য ভবনের সামনের অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা। ৫ দফায় দাবিতে অনড় আন্দোলনকারীরা। আলোচনার বসার জন্য জুনিয়র ডাক্তারদের ফের চিঠি দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। কবে? আজ, বুধবার। 

Updated By: Sep 11, 2024, 04:55 PM IST
R G Kar Incident: এবার সতর্ক দলও! জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনও কুমন্তব্য নয়, নির্দেশ তৃণমূলে..

প্রবীর চক্রবর্তী:  'জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনও বিরূপ মন্তব্য নয়'।  দলের মুখপাত্রদের এবার সতর্ক করে দিল তৃণমূল নেতৃত্ব। বলা হল, 'মুখ্যমন্ত্রীর বক্তব্যকে মেনে অবস্থান নিন। গতকাল নবান্নে চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য মাথায় রাখুন'। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন: Junior Doctors Strike: দাবি মেনেই ফের ডাক্তারদের আহ্বান, বুধসন্ধ্যায় নবান্নে মমতার মুখোমুখি আন্দোলনকারীরা!

আরজি কর কাণ্ডে বিপাকে সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশেও থামছে মা আন্দোলন! কাজে যোগ দেওয়া তো দূর, স্বাস্থ্য ভবনের সামনের অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা। ৫ দফায় দাবিতে অনড় আন্দোলনকারীরা। আলোচনার বসার জন্য জুনিয়র ডাক্তারদের ফের চিঠি দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। কবে? আজ, বুধবার। 

চিঠিতে উল্লেখ, 'আশা করি আপনারা খোলা মনে আলোচনা করবেন। সাধারণ মানুষকে পরিষেবা দিতে ও স্বাস্থ্য পরিকাঠামোকেশক্ত করতে আলোচনা ইতিবাচক জরুরি। আমরা ফের আপানাদের প্রতিনিধিদলকে আহ্বান জানাচ্ছি। আজ সন্ধে ৬টা আপানার আসুন। আপনাদের প্রতিনিধি দলে ১২-১৫ জন থাকলে ভালো হয়। প্রতিনিধি দলে কারা থাকবেন তাদের নাম পাঠান'।

এদিকে দলের নির্দেশে গত বেশ কয়েকদিন ধরে সংবাদমাধ্য়মে কোনও রাজনৈতিক বিতর্ক অংশ নিচ্ছেন না তৃণমূল মুখপাত্ররা। সেই নির্দেশ অবশ্য় আর বহাল থাকছে না। সূত্রের খবর, সংবাদমাধ্য়মে রাজনৈতিক বিতর্কে দলের মুখপাত্রদের অংশগ্রহণের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। কিন্তু দলের স্পষ্ট  নির্দেশ, রাজনৈতিক বিতর্কে বা অন্য কোথাও জুনিয়র ডাক্তারদের কোন বিরুপ মন্তব্য করা যাবে না। যাতে পরিস্থিতি অন্য়রকম হয়ে যেতে পারে।

আরও পড়ুন:   Kolkata Mtero: এক টিকিটেই ১২ ঘণ্টা, পুজোয় মেট্রো যাত্রীদের জন্য বিরাট সুবিধা...

এর আগে, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'আরজি কর নিয়ে অন্য কেউ কথা বলবে না। যা বলার আমরা বলব। অন্য কারও এনিয়ে কিছু বলার প্রয়োজন নেই। কেউ এনিয়ে সোশ্য়াল মিডিয়ায় কিছু বলতেও পারবেন না'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.