TMC: 'ওঁর বিরুদ্ধে পদক্ষেপ নিন', রাজ্যপালের কাছে বলবেন শুভেন্দুরই এই প্রাক্তন সতীর্থ!
প্রতিনিধি দলের নেতৃত্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এছাড়া থাকবেন ফিরোজা বিবি (Firoza Bibi), কুণাল ঘোষ (Kunal Ghosh), তাপস রায় (Tapas Roy), সায়নী ঘোষ (Saayoni Ghosh), শশী পাঁজা (Shashi Panja), বিশ্বজিৎ দেব (Biswajit Deb) এবং অর্জুন সিং (Arjun Singh)।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে এবার কোমর বেঁধে ময়দানে নামছে তৃণমূল (TMC)। সোমবার সিজিও কমপ্লেক্সের সামনে সভার পর, মঙ্গলবার রাজ্যপালের কাছে যাচ্ছে শাসকদলের প্রতিনিধি দল। জগদীপ ধনখড়ের কাছে রাজ্যের বিরোধী দলনেতার নামে অভিযোগ জানাবেন তাঁরা।
জানা গিয়েছে, তৃণমূলের আট সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্যপালের কাছে যাবে। প্রতিনিধি দলের নেতৃত্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এছাড়া থাকবেন ফিরোজা বিবি (Firoza Bibi), কুণাল ঘোষ (Kunal Ghosh), তাপস রায় (Tapas Roy), সায়নী ঘোষ (Saayoni Ghosh), শশী পাঁজা (Shashi Panja), বিশ্বজিৎ দেব (Biswajit Deb) এবং অর্জুন সিং (Arjun Singh)। এর আগে বহুবার বিজেপির প্রতিনিধি দলে দেখা গিয়েছে অর্জুন সিংকে। ফের তৃণমূলে প্রত্যাবর্তনের পর এই প্রথম রাজভবনে পা রাখবেন বারাকপুরের সাংসদ।
সোমবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস (TMC)। সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠিকে হাতিয়ার করে, এ দিন শুভেন্দু অধিকারীর গ্রেফতারিরও দাবি তোলেন শাসকদলের নেতারা। সভা থেকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "সারদা কেলেঙ্কারিতে শুভেন্দু অধিকারীও জড়িত। তাঁকে কেন গ্রেফতার করছে না সিবিআই? সুদীপ্ত সেনও অভিযোগ করেছেন যে, শুভেন্দু লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। তাঁর চিঠিতেই উল্লেখ রয়েছে। এখন কোথায় সিবিআই?"
একই সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও গ্রেফতারির দাবি জানিয়েছে শাসকদল। বিজেপির বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তোলেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়। তিনি বলেন, "সবাইকে এজেন্সি ডাকলেও। শুভেন্দুকে ডাকেনি। কেন?"