BJP: রাজ্যের ১৯ লোকসভায় জনসংযোগ, বাংলায় আসছেন ৭ কেন্দ্রীয় মন্ত্রী

বিজেপি সূত্রে খবর, ওইসব লোকসভা কেন্দ্রে এসে থাকবেন ওইসব বিজেপি নেতারা। সংগঠনের সঙ্গে বৈঠক করবেন, কোথায় দুর্বলতা তা খুঁজে বের করার চেষ্টা করবেন

Updated By: Jun 27, 2022, 08:16 PM IST
BJP: রাজ্যের ১৯ লোকসভায় জনসংযোগ, বাংলায় আসছেন ৭ কেন্দ্রীয় মন্ত্রী

মৌমিতা চক্রবর্তী: একুশে জুলাইয়ের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যেই রাজ্যে সংগঠনকে চাঙ্গা করতে মেগা কর্মসূচি নিচ্ছে রাজ্য বিজেপি। রাজ্যে আসছেন ৭ কেন্দ্রীয় মন্ত্রী।

কারা রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীদের তালিকায়? বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় বিজেপি ওই তালিকায় রেখেছে স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, কিরেন রিজিজুর মতো মন্ত্রীদের। রাজ্যের ১৯ লোকসভা কেন্দ্রে জনসংযোগ সারবেন ওইসব মন্ত্রীরা। ওইসব কেন্দ্রে তাঁরা এসে থাকবেন, সাংগঠনিক বৈঠক করবেন। পাশাপাশি সংগঠনকে চাঙ্গা করতে জনসংযোগও সারবেন। আাগামী ১৫ জুলাইয়ের মধ্যে শেষ হবে প্রথম পর্যায়ের প্রচার।

গত লোকসভায় রাজ্যে বিজেপি ভালো ফল করলেও গত বিধানসভায় শোচনীয় ফল করেছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, একুশের বিধানসভা নির্বাচনের পর দলে ভাঙন ক্রমশ বেড়েছে। দল ছেড়েছেন, রাজীব বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, অর্জুন সিংয়ের মতো হেভিওয়েটরা। পাশাপাশি জেলায় জেলায় ভেঙেছে দল। এরকম এক পরিস্থিতিতে রাজ্য়ে যেসব জায়গায় বিজেপির ভোট কমেছে সেইসব লোকসভাগুলিকে চিহ্নিত করেছে বিজেপি। সেইসব জায়গাগুলির উপরেই জোর দেওয়া হচ্ছে এবার।

কী করবেন ওইসব কেন্দ্রীয় মন্ত্রীরা? বিজেপি সূত্রে খবর, ওইসব লোকসভা কেন্দ্রে এসে থাকবেন ওইসব বিজেপি নেতারা। সংগঠনের সঙ্গে বৈঠক করবেন, কোথায় দুর্বলতা তা খুঁজে বের করার চেষ্টা করবেন। জনসংযোগেরও চেষ্টা করবেন। পাশাপাশি, কেন্দ্রের যেসব প্রকল্প রাজ্য সরকার নিজেদের বলে চালাচ্ছে বলে অভিযোগ সেইসব প্রকল্প সম্পর্কে মানুষকে অবহিত করবেন। এভাবেই তৃণমূলের একুশে জুলাইয়ের আগে বিজেপি ওই ক্রমসূচি শেষ করবে ১৫ জুলাইয়ের মধ্যে।

আরও পড়ুন-৪ বছর ধরে 'সহবাস', প্রেমিকা গর্ভবতী হতেই যুবক আসল রূপ 'ফাঁস'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.