হার মেনে নিতে না পেরে বাংলার ক্ষতি করছে, আলাপন-বদলিতে TMC; সরকারি সিদ্ধান্ত: BJP
আলাপনের (Alapan Bandyopadhyay) বদলির নেপথ্যে রাজনীতির অভিযোগ তৃণমূলের (TMC)। সরকারি সিদ্ধান্ত বলে দাবি বিজেপির (BJP)।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhyay) বদলির পিছনে রাজনীতি দেখছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন,''পশ্চিমবঙ্গে হার হজম করতে পারছে না দিল্লি। যেনতেন প্রকারে রাজ্যের প্রশাসনকে বিব্রত করতে চাইছে।'' আর কতটা নীচে নামবেন মোদী-শাহ! কটাক্ষ করছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Ray)। রাজনীতির অভিযোগ উড়িয়ে বিজেপি নেতা সায়ন্তন বসুর দাবি, এটা সরকারি সিদ্ধান্ত।
Zee ২৪ ঘণ্টাকে ফোনে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন,''পশ্চিমবঙ্গে হার হজম করতে পারছে না দিল্লি বিজেপি। এরা ডেলি প্যাসেঞ্জারি করার পরেও প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ। এত বড় নির্লজ্জ, বেহায়া! জরুরি পরিস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বাড়ানো হল। মুখ্যসচিবকে রেখে প্রশাসনকে মসৃণ রাখতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ক্ষতি করার জন্য বিরক্ত করছে ওরা। দ্বিতীয় ঢেউ ডেকে আনল। পশ্চিমবঙ্গ সরকার ভালো কাজ করছে। বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল। এটা সহ্য হচ্ছে না। বাংলার মানুষ এদের চিনে রাখুন।''
তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের (Sukhendu Sekhar Ray) প্রতিক্রিয়া, ''রাজ্যের মুখ্যসচিবকে জোর করে কেন্দ্রীয় ডেপুটেশন পাঠানো হচ্ছে। স্বাধীনতার পর থেকে এমনটা ঘটেছে? আর কতটা নীচে নামবে মোদী-শাহ! মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোট দিয়ে দুজনকে অপদস্থ করেছে বাংলার মানুষ। সে কারণেই এসব করা হচ্ছে।''
রাজনীতির অভিযোগ মানতে চাননি বিজেপি নেতা সায়ন্তন বসু (Sayantan Basu)। তাঁর কথায়,''এটা সরকারি সিদ্ধান্ত। আইএএস অফিসাররা ভারত সরকারের কর্মচারী। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। ভারত সরকারের মনে হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো দক্ষ অফিসারকে দরকার। এমন হতে পারে আলাপনবাবুই কেন্দ্রীয় ডেপুটেশন চেয়েছেন।''
আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhyay) চাকরির কার্যকাল ছিল ৩১ মে পর্যন্ত। কোভিড পরিস্থিতিতে তাঁর মেয়াদ বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩ মাস বাড়ানো হয় মেয়াদ। তার কয়েকদিন পরেই কেন্দ্রীয় সরকার চিঠি পাঠিয়ে জানাল,''অবিলম্বে আলাপন বন্দ্যোপাধ্যায় সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিক রাজ্য সরকার। ৩১ মে সকাল ১০টায় নয়াদিল্লির নর্থ ব্লকে কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরে আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) যোগদানের নির্দেশ দেওয়া হচ্ছে।''
আরও পড়ুন- মুখ্যসচিব Alapan Bandyopadhyay-কে আচমকা দিল্লিতে কাজে যোগদানের নির্দেশ