আজ তৃণমূল ভবনে বসছে সাংগঠনিক বৈঠক

পুরভোটে বিপুল জয়। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে জাতীয় রাজনীতিতে তৃণমূলের গুরুত্ববৃদ্ধি। এমন একটা সময়ে বসছে তৃণমূলের সাংগঠনিক বৈঠক । আজ তৃণমূল ভবনে এই বৈঠকে হাজির থাকবেন সাংসদ , বিধায়ক , জেলা সভাপতিরা। বৈঠকে সাংগঠনিক দায়িত্ব ভাগ করতে পারেন মমতা। ঘোষণা করতে পারেন ওয়ার্কিং কমিটির বাকি সদস্যদের নাম। রাজনৈতিক মহলে ধারণা, দলের যুব শাখার শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করতে পারেন মমতা । পুরভোটে ভাল ফল করার পর এবার তৃণমূলে টার্গেট পঞ্চায়েত নির্বাচন । কীভাবে বিজেপির উত্থান ঠেকিয়ে পঞ্চায়েত স্তরে দূর্গ অক্ষত রাখা যায় তারই দিকনির্দেশ করতে পারেন দলনেত্রী ।

Updated By: May 19, 2017, 09:25 AM IST
আজ তৃণমূল ভবনে বসছে সাংগঠনিক বৈঠক

ওয়েব ডেস্ক: পুরভোটে বিপুল জয়। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে জাতীয় রাজনীতিতে তৃণমূলের গুরুত্ববৃদ্ধি। এমন একটা সময়ে বসছে তৃণমূলের সাংগঠনিক বৈঠক । আজ তৃণমূল ভবনে এই বৈঠকে হাজির থাকবেন সাংসদ , বিধায়ক , জেলা সভাপতিরা। বৈঠকে সাংগঠনিক দায়িত্ব ভাগ করতে পারেন মমতা। ঘোষণা করতে পারেন ওয়ার্কিং কমিটির বাকি সদস্যদের নাম। রাজনৈতিক মহলে ধারণা, দলের যুব শাখার শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করতে পারেন মমতা । পুরভোটে ভাল ফল করার পর এবার তৃণমূলে টার্গেট পঞ্চায়েত নির্বাচন । কীভাবে বিজেপির উত্থান ঠেকিয়ে পঞ্চায়েত স্তরে দূর্গ অক্ষত রাখা যায় তারই দিকনির্দেশ করতে পারেন দলনেত্রী ।

পরিষেবা নিয়ে ক্ষুব্ধ যাত্রীদের ওপর লাঠিচার্জের অভিযোগ রেলের বিরুদ্ধে

.