এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতার হুমকি, দেশ জুড়ে বিমানবন্দরে জারি সতর্কতা

এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতার হুমকি। হুমকি ফোন এল এয়ারইন্ডিয়ার কলকাতার অফিসে। বিকেল ৫টা ৪২ মিনিটে হুমকি ফোন আসে কলকাতার বুকিং অফিসের ল্যান্ড ফোনে। এয়ার ইন্ডিয়ার যে কোনও বিমানে হামলা হতে পারে বলে ওই ফোনে হুমকি দেওয়া হয়।

Updated By: Jan 3, 2015, 10:38 PM IST
এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতার হুমকি, দেশ জুড়ে বিমানবন্দরে জারি সতর্কতা

ব্যুরো: এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতার হুমকি। হুমকি ফোন এল এয়ারইন্ডিয়ার কলকাতার অফিসে। বিকেল ৫টা ৪২ মিনিটে হুমকি ফোন আসে কলকাতার বুকিং অফিসের ল্যান্ড ফোনে। এয়ার ইন্ডিয়ার যে কোনও বিমানে হামলা হতে পারে বলে ওই ফোনে হুমকি দেওয়া হয়।

ফোন পেয়েই তড়িঘড়ি বৈঠকে বসেন এয়ার ইন্ডিয়ার কর্তারা। লালবাজারের শীর্ষ কর্তাদের বিষয়টি জানানো হয়। বৌবাজার থানায় অভিযোগ দায়ের করে এয়ার ইন্ডিয়া। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স। কোথা থেকে ফোনটি এসেছিল তা নিশ্চিত করে জানা যায়নি। হুমকি ফোনের জেরে কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সতর্কতা জারি হয়েছে দেশজুড়ে সব বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার বিমানগুলিতে তল্লাসি শুরু হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। সিআইএসএফের সঙ্গে বৈঠকে বসেছেন এয়ার ইন্ডিয়ার কর্তারা। 

.