এটাই গণতন্ত্রের হাল, কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্থা পশ্চিমবঙ্গেই সম্ভব: মুকুল রায়

এদিন দিল্লি থেকে রাজ্যে ফেরেন মুকুল রায়।

Updated By: Sep 20, 2019, 10:55 PM IST
এটাই গণতন্ত্রের হাল, কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্থা পশ্চিমবঙ্গেই সম্ভব: মুকুল রায়

নিজস্ব প্রতিবেদন: যাদবপুরে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় হেনস্থার ঘটনায় বাংলায় গণতন্ত্রের অবস্থা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা মুকুল রায়। বললেন, পশ্চিমবঙ্গ বলেই এটা সম্ভব।

এদিন দিল্লি থেকে রাজ্যে ফেরেন মুকুল রায়। বিমানবন্দরে সাংবাদিকদের বলেন,''এটাই বাংলার গণতন্ত্রের নমুনা। বাংলার গণতন্ত্রের আসল চেহারা। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে যেভাবে আক্রান্ত হতে হল, এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব। অন্য কোনও রাজ্যে সম্ভব নয়।''

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজভবন থেকে দেওয়া কড়া বিবৃতিতে বলা হয়,''কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে বেআইনিভাবে আটকে রাখা, রাজ্যের আইন-শৃঙ্খলা এবং পুলিসি ব্যবস্থার উদ্বেগজনক প্রতিফলন। রাজ্যপাল উপাচার্যকে বলেছেন তিনি দ্রুত ব্যবস্থা না নেওয়ার ফলেই অবাঞ্ছিত ঘটনা ঘটেছে। রাজ্যপাল, মুখ্যসচিবের সঙ্গেও কথা বলেন। মুখ্যসচিব জানান পুলিস কমিশনারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটিকে মাননীয় রাজ্যপাল অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন।'' 

বলে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার এবিভিপির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয়। তিনি ক্যাম্পাসে ঢুকতেই চড়াও হয় ছাত্রছাত্রীদের একাংশ। কোনওক্রমে অনুষ্ঠান করেন বাবুল। এরপর বাইরে আসার সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। বাবুলের অভিযোগ, তাঁর চুল ধরে টানা হয়েছে। মারা হয়েছে কিল। বাবুলের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ করেন ছাত্রছাত্রীরা। দীর্ঘক্ষণ আটক বাবুলকে হাত ধরে বের করে আনেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনখড়। তবে আচার্যের গাড়িও পড়েছিল বিক্ষোভের মুখে। পুলিসের তত্পরতায় ঘণ্টাখানেক আটক থাকার বেরিয়ে আসে কনভয়।

আরও পড়ুন- বেনজির! যাদবপুরে কীভাবে কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্থা, ঘটনাক্রম দেখুন ছবিতে

.