অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই জাল করে প্রতারণা, ধৃত

ওই চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই ও সিল জাল করা হয় বলে অভিযোগ। চিঠি বিধায়ক আবদুল খালেক মোল্লার হাতে গিয়ে পড়ে।

Updated By: Mar 19, 2018, 05:36 PM IST
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই জাল করে প্রতারণা, ধৃত

নিজস্ব প্রতিবেদন:  মুখ্যমন্ত্রীর ভাইপো তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই জাল করে প্রতারণা। ঘটনায় নাদিয়াল থেকে এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ আওয়াজ খান।

আরও পড়ুন: বিধায়ক দীপালি ঘোষের আত্মীয়ের দোকানের সামনে চিপসের প্যাকেট, ভিতরে মজুত অস্ত্র

জমি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদে জড়িয়ে ছিলেন নাদিয়ালের বাসিন্দা আওয়াজ খান। সম্প্রতি বিষয়টি জানিয়ে নাদিয়াল থানায় পুলিসকে একটি চিঠি লেখেন আওয়াজ। ওই চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই ও সিল জাল করা হয় বলে অভিযোগ। চিঠি বিধায়ক আবদুল খালেক মোল্লার হাতে গিয়ে পড়ে।

আরও পড়ুন: স্কুটিতে পিছন থেকে টান সিভিক পুলিসের, লরির চাকায় থেঁতলে গেল ২ মাধ্যমিক পরীক্ষার্থী

সেই বাঁধে গোল। চিঠি দেখে সন্দেহ হয় বিধায়কের। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। তার আগে অফিসে গিয়ে তাঁর সই খতিয়ে দেখেন। বিষয়টি নিশ্চিত হতেই নাদিয়াল থানায় আওয়াজ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিধায়ক।

.