টেট পরীক্ষায় বিভ্রাট, বিস্তারিত রিপোর্ট চাইল হাইকোর্ট

টেট পরীক্ষায় বিভ্রাটের কারণ জানতে চেয়ে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল হাই কোর্ট। ৩১ মার্চ  ৫০ লক্ষ ছাত্রছাত্রী প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেন।  সিলেবাস বর্হিভূত প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগ ওঠে। পরীক্ষায় ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের গাইডলাইন মানা হয়নি বলেও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। 

Updated By: Sep 9, 2013, 11:31 PM IST

টেট পরীক্ষায় বিভ্রাটের কারণ জানতে চেয়ে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল হাই কোর্ট। ৩১ মার্চ  ৫০ লক্ষ ছাত্রছাত্রী প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেন।  সিলেবাস বর্হিভূত প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগ ওঠে। পরীক্ষায় ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের গাইডলাইন মানা হয়নি বলেও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। 
মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের বিশ্বনাথ সমাদ্দারের এজলাসে। আজ ছিল সেই মামলার শুনানি। গোটা বিষয়টি ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্টেটাস রিপোর্ট সহ হলফনামা দিয়ে এনসিপিইকে জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

.