দু`দিনের ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি ইউনিয়ন

চলতি মাসের ২৫ ও ২৬ তারিখ ধর্মঘটের ডাক দিল চারটি ট্যাক্সি সংগঠন। ভাড়া বৃদ্ধি সমেত ৯ দফা দাবিতে ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে তারা। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের দফতর থেকে শুক্রবার ধর্মঘটের কথা ঘোষণা করা হয়।

Updated By: Jul 6, 2012, 08:04 PM IST

চলতি মাসের ২৫ ও ২৬ তারিখ ধর্মঘটের ডাক দিল চারটি ট্যাক্সি সংগঠন। ভাড়া বৃদ্ধি সমেত ৯ দফা দাবিতে ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে তারা। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের দফতর থেকে শুক্রবার ধর্মঘটের কথা ঘোষণা করা হয়।
জ্বালানি খরচ বেড়েছে। বেড়েছে আনুষাঙ্গিক খরচও। ভাড়া না বাড়ালে গাড়ি চালানো কার্যত অসম্ভব বলেই মনে করছে ট্যাক্সি সংগঠন। ট্যাক্সি সংগঠনের পক্ষ থেকে একাধিকবার ভাড়া বৃদ্ধির দাবি জানানো হলেও পরিবহণমন্ত্রী তা খারিজ করে দিয়েছেন। ভাড়াবৃদ্ধি সহ নয় দফা দাবিতে দুদিনের ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল চারটি সংগঠন। ধর্মঘটে সামিল হয়েছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন, ক্যালকাটা ট্যাক্সি ওপারেটর্স ইউনিয়ন, ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ওয়ার্কাস ইউনিয়ন, ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ড্রাইভার ইউনিয়ন। ট্যাক্সির নূন্যতম ভাড়া ৩০ টাকা করার দাবি জানিয়েছে ট্যাক্সি ইউনিয়নগুলি।
কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে রোজ পথে নামে প্রায় ৩৫ হাজার ট্যাক্সি। এর মধ্যে প্রায় ৩০ হাজার ট্যাক্সি ধর্মঘটে যোগ দিতে চলেছে। ফলে এই দুদিন যথেষ্ট অসুবিধেয় পড়বেন সাধারণ মানুষ। 

.