টার্গেট মুখ্যমন্ত্রী, অস্ত্র সারদা কেলেঙ্কারি, ব্যপক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সিপিএম

নবান্ন অভিযান থেকে সাধারণ ধর্মঘটের সাফল্যে চাঙ্গা বামেরা। আলিমুদ্দিনের সিদ্ধান্ত, ফের সারদা কেলেঙ্কারিকে সামনে এনেই শুরু হবে ব্যাপক আন্দোলন। টার্গেট মুখ্যমন্ত্রী। 

Updated By: Sep 17, 2015, 07:10 PM IST
টার্গেট মুখ্যমন্ত্রী, অস্ত্র সারদা কেলেঙ্কারি, ব্যপক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সিপিএম

ব্যুরো: নবান্ন অভিযান থেকে সাধারণ ধর্মঘটের সাফল্যে চাঙ্গা বামেরা। আলিমুদ্দিনের সিদ্ধান্ত, ফের সারদা কেলেঙ্কারিকে সামনে এনেই শুরু হবে ব্যাপক আন্দোলন। টার্গেট মুখ্যমন্ত্রী। 

২০১৩ সালের এপ্রিল। সারদা কেলেঙ্কারি ফাঁস হতেই রাজ্যজুড়ে তোলপাড়। শহর ছাড়িয়ে জেলায় জেলায় এজেন্ট, আমানতকারীদের হাহাকার। নিশানায় তৃণমূল সরকার।

শুরুটা করেছিলেন ঠিকই, কিন্তু আন্দোলনে ঝাঁঝ ছিল না।  দেরিতে হলেও সিপিএম নেতারা বুঝেছেন, সারদা ইস্যুতে সরকারকে নাড়িয়ে দেওয়ার মতো আন্দোলনে তারা ব্যর্থ। তাই এবার আলিমুদ্দিনের সিদ্ধান্ত, পুজোর পর থেকে সারদা কেলেঙ্কারিই হবে পাখির চোখ । 

কলকাতার নানা প্রান্ত থেকে সিবিআই দফতর পর্যন্ত মহামিছিল

সারদায় তৃণমূল নেতাদের যোগসাজশ তুলে ধরতে শহরের মোড়ে মোড়ে  ছবির প্রদর্শনী

শুধু তৃণমূলনেত্রীই নন। সারাদা তোপেই  বিজেপিকেও ঘায়েল করতে চায় বামশিবির।

সারদাকাণ্ডে মুখ্যমন্ত্রীকে জেরা করার দাবিতে উত্তাল হবে মিছিল, মিটিং

সারদা তদন্ত প্রায় থমকে থাকার জন্য মোদী-মমতার সমঝোতার অভিযোগ তুলে চলবে প্রচার

বাম শীর্ষনেতাদের প্রচারে তৃণমূল-বিজেপির আঁতাতের তত্ত্ব বারবার তোলা হবে। 

 

 

 

 

 

.