ছাত্র সংসদের নির্বাচন ঘিরে উত্তাল আর আহমেদ ডেন্টাল কলেজ, ছুটি নিয়ে প্রাইভেট প্র্যাকটিসে মত্ত অধ্যক্ষ

ছাত্র সংসদ নির্বাচন ঘিরে আর আহমেদ ডেন্টাল কলেজে যখন অচলাবস্থা, তখন অধ্যক্ষ ছুটি নিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন চুটিয়ে। চব্বিশ ঘণ্টার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি।আর আহমেদ ডেন্টাল কলেজে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে আন্দোলন। তার জেরেই প্রায় তিনদিন ধরে কলেজে জারি ছিল চরম অচলাবস্থা।

Updated By: Sep 17, 2015, 07:04 PM IST
ছাত্র সংসদের নির্বাচন ঘিরে উত্তাল আর আহমেদ ডেন্টাল কলেজ, ছুটি নিয়ে প্রাইভেট প্র্যাকটিসে মত্ত অধ্যক্ষ

ব্যুরো: ছাত্র সংসদ নির্বাচন ঘিরে আর আহমেদ ডেন্টাল কলেজে যখন অচলাবস্থা, তখন অধ্যক্ষ ছুটি নিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন চুটিয়ে। চব্বিশ ঘণ্টার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি।আর আহমেদ ডেন্টাল কলেজে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে আন্দোলন। তার জেরেই প্রায় তিনদিন ধরে কলেজে জারি ছিল চরম অচলাবস্থা।

নির্বাচনের দাবিতে যে চেয়ার ঘিরে বিক্ষোভ, সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন গিরির কিন্তু কোনও হেলদোল নেই। ছুটি নিয়ে হাসপাতালে আসা বন্ধ করেছেন তিনি। ছুটি, কারণ তিনি নাকি অসুস্থ। খোঁজ নিতে গিয়ে তো চক্ষু চড়কগাছ। গোলপার্কে নিজের চেম্বারে তপন গিরি প্রাইভেট প্র্যাকটিস করছেন চুটিয়ে। বাইরে রোগীর ভিড়। তপন গিরি যদি অসুস্থই হন, তাহলে তিনি কীভাবে একের পর এক রোগী দেখে চলেছেন? ক্যামেরা দেখেই নার্ভাস হয়ে পড়েন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। জিভ, পালস দেখিয়ে এবং নানা ডাক্তারি পরিভাষায় নিজের অসুস্থতা প্রমাণ করতে চাইলেন।

কিন্তু কী বলছেন স্বাস্থ্যকর্তারা?

কলেজে যখন চরম অচলাবস্থা, তখন যাবতীয় দায়িত্ব কাঁধ থেকে ছুঁড়ে ফেলে  ছুটি নিয়ে দিব্যি প্রাইভেট প্র্যাকটিস করে যাচ্ছেন। নির্বাচনকে প্রহসনে পরিণত করতে কলেজের অধ্যক্ষ পালিয়ে থাকছেন বলে যে অভিযোগ বিক্ষোভকারী ডাক্তারি-পড়ুয়ারা তুলছেন, সেই অভিযোগই কি সত্যি? প্রশ্ন এখানেই।

.