তাপস পালকে নিয়ে সড়কপথে ভুবনেশ্বরের অভিমুখে CBI

তাপস পালকে নিয়ে সড়কপথে ভুবনেশ্বর রওনা হল CBI। আগামিকাল ভুবনেশ্বরের আদালতে তোলা হবে তৃণমূল সাংসদকে। তাপস পালকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে CBI। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, রোজভ্যালি কাণ্ডের প্রথম মামলাটি ভুবনেশ্বরের আদালতেই হয়। তাই অভিযুক্ত তাপস পালকে সেই আদালতেই পেশ করা হবে। যেহেতু গ্রেফতারের চব্বিশ ঘণ্টার মধ্যেই তাপস পালকে আদালতে তোলা হচ্ছে তাই ট্রানজিট রিমান্ডেরও প্রয়োজন নেই।

Updated By: Dec 30, 2016, 09:36 PM IST
তাপস পালকে নিয়ে সড়কপথে ভুবনেশ্বরের অভিমুখে CBI

ওয়েব ডেস্ক: তাপস পালকে নিয়ে সড়কপথে ভুবনেশ্বর রওনা হল CBI। আগামিকাল ভুবনেশ্বরের আদালতে তোলা হবে তৃণমূল সাংসদকে। তাপস পালকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে CBI। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, রোজভ্যালি কাণ্ডের প্রথম মামলাটি ভুবনেশ্বরের আদালতেই হয়। তাই অভিযুক্ত তাপস পালকে সেই আদালতেই পেশ করা হবে। যেহেতু গ্রেফতারের চব্বিশ ঘণ্টার মধ্যেই তাপস পালকে আদালতে তোলা হচ্ছে তাই ট্রানজিট রিমান্ডেরও প্রয়োজন নেই।

আরও পড়ুন- রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই গ্রেফতার তাপস পাল বললেন নন্দিনী

প্রসঙ্গত, আজ ৪ ঘণ্টা টানা জেরার পর গ্রেফতার হন তাপস পাল। আজই সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে সিবিআই-এর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তৃণমূল সাংসদ। তাঁকে জেরার সময় বয়ানে অসঙ্গতি মেলে। আর তারপরই তৃণমূল সাংসদ তাপস পালকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন গোয়েন্দারা।

আরও পড়ুন- "৩১ ডিসেম্বরের পর দয়া করে ১০ নভেম্বরের ব্যাঙ্ক, ATM লাইনের ছবি দেখাবেন না!"

.