'খামখেয়ালি লকডাউন, মানুষের স্বার্থে লোকাল ট্রেন চালান', রেলমন্ত্রীকে চিঠি Swapan-র

১ জুলাই থেকে সরকারি-বেসরকারি বাস চালুর অনুমতি দিয়েছে রাজ্য। তবে ট্রেন চলাচল বন্ধ

Updated By: Jul 1, 2021, 05:01 PM IST
'খামখেয়ালি লকডাউন, মানুষের স্বার্থে লোকাল ট্রেন চালান', রেলমন্ত্রীকে চিঠি Swapan-র

নিজস্ব প্রতিবেদন: বিধিনিষেধ ১ জুলাই থেকে শিথিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাস-অটো চালু হয়েছে। লোকাল এবং মেট্রো এখনও চলছে না। ইতিমধ্যেই লোকাল ট্রেন চালানোর দাবি করেছেন দিলীপ, লকেটরা। এবার রেলমন্ত্রীকে একই মর্মে চিঠি দিলেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। টুইটারে চিঠি যোগ করে তিনি লিখেছেন,'পশ্চিমবঙ্গে খামখেয়ালি লকডাউন চলছে। বাস চলছে অথচ লোকাল ট্রেন ও কলকাতা মেট্রো বন্ধ। যাত্রীরা নিদারুণ কষ্টের সম্মুখীন এবং উপার্জনশূন্য।'              

১ জুলাই থেকে সরকারি-বেসরকারি বাস চালুর অনুমতি দিয়েছে রাজ্য। তবে ট্রেন চলাচল বন্ধ। লোকাল চালুর দাবিতে বিক্ষোভের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন,'এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে, তখন কে দেখবে!' রাজ্যের এই অবস্থানের বিরোধিতা করে রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে (Piyush Goyal) চিঠি দিয়েছেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। তিনি লিখেছেন,'কোভিড-১৯ অতিমারির কারণে এপ্রিলের শেষ সপ্তাহ থেকে লকডাউন চলছে বাংলায়। ফলত বন্ধ করে দেওয়া হয় লোকাল ট্রেন এবং কলকাতা মেট্রো পরিষেবা। গত ১৫ দিন ধরে লকডাউন শিথিল করা হয়েছে। খুলেছে জিম, রেস্তোরাঁ। বাস পরিষেবাও শুরু হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বন্ধ রয়েছে লোকাল এবং মেট্রো। এর ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বাসে প্রচুর ভিড় হচ্ছে। এতে অতিমারি নিয়ন্ত্রণে থাকবে না। বাংলার মানুষের স্বার্থে আপনাকে আবেদন করছি, পশ্চিমবঙ্গ সরকারকে পরিষেবা চালু করার কথা জানাক পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল। স্বাভাবিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত বিধিও মানতে হবে। রেলমন্ত্রী হিসেবে এবং ব্যক্তিগতভাবে আপনি বিষয়টি দেখুন। আমার বিশ্বাস, আপনার পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন বাংলার মানুষও।'
 

করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় গত ৬ মে থেকে রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। তার পর ১৬ মে থেকে শুরু হয় কড়া বিধিনিষেধ। সেই বিধিনিষেধ শিথিল হলেও এখনও ট্রেন চালানোর অনুমতি দেয়নি রাজ্য সরকার।

 

আরও পড়ুন- দেবাঞ্জনের নিরাপত্তা রক্ষীর সঙ্গে রাজ্যপাল, জোড়া ছবি প্রকাশ করল TMC

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.