শুভেন্দু-ঘনিষ্ঠ রাখাল বেরা মামলায় নয়া মোড়! তদন্তে এবার লালবাজারের গোয়েন্দা বিভাগ

  সেচ দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর টাকা নিয়েছে শুভেন্দু অধিকারী ঘনিষ্ট রাখাল বেরা এই প্রতারণা অভিযোগে গ্রেফতার করেছিল মানিকতলা থানা। ।

Updated By: Jun 16, 2021, 01:47 PM IST
শুভেন্দু-ঘনিষ্ঠ রাখাল বেরা মামলায় নয়া মোড়! তদন্তে এবার লালবাজারের গোয়েন্দা বিভাগ

নিজস্ব প্রতিবেদন:  সেচ দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর টাকা নিয়েছে শুভেন্দু অধিকারী ঘনিষ্ট রাখাল বেরা এই প্রতারণা অভিযোগে গ্রেফতার করেছিল মানিকতলা থানা। এবার সেই মামলার দায়িত্ব নিল লালবাজারের গোয়েন্দা বিভাগ।

টাকা দেওয়ার পরও চাকরি পাননি অনেকে এমন অভিযোগ ওঠে শুভেন্দু ঘনিষ্ট রাখালের বিরুদ্ধে৷ হোয়াটসঅ্যাপের কথোপকথন ও অন্যান্য প্রমাণ হাতে আসে তদন্তকারীদের। রাখাল বেরার নামে প্রতারণা, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন, রাতভর শহরে তুমুল বৃষ্টি, জল জমল খিদিরপুর চত্বরে

তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও কারা ঘটনায় জড়িত তা জানতে চাইছে পুলিশ। ধৃত রাখাল বেরাকে শিয়ালদহ আদালতে তোলা হলে, ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

আদালতে রাখাল বেরার আইনজীবী জানান যে রাখালকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। প্রসঙ্গত, রাজনৈতিক মহলের মত, রাখাল বেরা যখন এই কাজ করেছিলেন তখন শুভেন্দু অধিকারী সেচ দফতরের মন্ত্রী।

.