Suvendu Adhikar, Abhishek Banerjee: একই দিনে সভা! কাঁথিতে অভিষেক, ডায়মন্ড হারবারে শুভেন্দু
কাঁথিতে তৃণমূলের কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। একই দিনে অভিষেকের নির্বাচনী কেন্দ্রে এবার সভা করার সিদ্ধান্ত নিল বিজেপি। প্রধান বক্তা শুভেন্দু অধিকারী।
শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: জল্পনা ছিলই। যেদিন কাঁথিতে শান্তিকুঞ্জের দোরগোড়ায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিন ডায়মন্ড হারবারে সভা করার সিদ্ধান্ত নিল বিজেপি। প্রধানবক্তা? শুভেন্দু অধিকারী।
শিয়রে পঞ্চায়েত ভোট। সুন্দরবনে জনংযোগে স্বয়ং মুখ্যমন্ত্রী। এদিন টাকি ও হাসনাবাদ পর্যন্ত চষে বেড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও ঢুকে পড়লেন হাসনাবাদের গ্রামে, তো কখনও টাকি কলেজে! এমনকী, গৃহস্থের উঠোনে বসে মধ্য়াহ্নভোজের সারতেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে।
৩ ডিসেম্বর শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথা হবে সভা? প্রভাত কুমার কলেজের মাঠে। পাশেই শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ। অধিকারীর পরিবারের বাসভবনে অভিষককে চায়ের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দুর ভাই, সাংসদ দিব্যেন্দু অধিকারী। নিজেকে এখনও তৃণমূল সাংসদ বলেই পরিচয় দেন তিনি।
আরও পড়ুন: Debangshu Bhattacharya: অভিমানে এবার তৃণমূল ছাড়লেন দেবাংশু? ফেসবুক পোস্ট উসকে দিল জল্পনা
চুপ করে বসে নেই বিজেপি। ৩ ডিসেম্বর অভিষেকের নির্বাচনী কেন্দ্রে ডায়মন্ড হারবারের সভা করবে তারা। স্থানীয় দোলনঘাট বাসস্ট্যান্ডে সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবে শুভেন্দু। রাজনীতির ময়দানে একে অপরকে ছাড়েন না এক ইঞ্চি জমিও! দু'জনের মধ্যে বাগযুদ্ধ লেগেই থাকে। এবার একই দিনে রাজ্যের দুই প্রান্তে সভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা ও তৃণমূল সাংসদ।