স্পিকারের ঘরে মুকুল-দলত্যাগ শুনানিতে শুভেন্দু, আরও কিছু নথি চাইলেন স্পিকার
গত ১১ জুন তৃণমূলে যোগ দেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় (Mukul Roy)।
নিজস্ব প্রতিবেদন: সময় দেওয়া হয়েছিল শুক্রবার দুপুর ২টো। দুপুর ১টা ৫৮ মিনিটে স্পিকারের ঘরে ঢুকলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বেরিয়ে গেলেন ২টো বেজে ৩ মিনিটে। শেষ হল মুকুল রায়ের (Mukul Roy) বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের প্রথম দিনের শুনানি। পরের শুনানি ৩০ জুলাই।
গত ১১ জুন তৃণমূলে যোগ দেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় (Mukul Roy)। তাঁর সদস্যপদ খারিজের দাবিতে দলত্যাগ বিরোধী আইনে স্পিকারের কাছে ৬৪ পাতার আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুনানির দিন স্থির হয় শুক্রবার দুপুর ২টো। সূত্রের খবর, এ দিন শুভেন্দুকে রুলবুক দেখিয়ে বেশ কিছু নথি চান স্পিকার। বিজেপির তরফে শুনানির লিখিত নথি চাওয়া হয়। তা দিতে সম্মত হননি স্পিকার। বিধানসভা সূত্র বলছে, এটা আদালতের শুনানি নয়। বিধানসভায় এমন কোনও নথি দেওয়ার প্রশ্ন নেই। ৩০ জুলাই পরবর্তী শুনানি।
বিজেপি সূত্রের খবর, স্পিকারের ভূমিকায় বিধায়করা খুশি নন। এক্ষেত্রে আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনাচিন্তা করছে দল। এর পাশাপাশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে গিয়েও দরবার করবেন গেরুয়া শিবিরের প্রতিনিধিরা।
আরও পড়ুন- BJP বিধায়কদের ইস্তফা মঞ্জুর স্পিকারের, তৃণমূল থেকে ৮ কমিটির চেয়ারম্যান