BJP বিধায়কদের ইস্তফা মঞ্জুর স্পিকারের, তৃণমূল থেকে ৮ কমিটির চেয়ারম্যান
২৬ জুলাই থেকে স্ট্যান্ডিং কমিটিগুলোর বৈঠক শুরু হবে। চলবে ৩০ জুলাই পর্যন্ত।
নিজস্ব প্রতিবেদন: মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করায় বিধানসভার ৮ কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিজেপি বিধায়করা। শুক্রবার তাঁদের ইস্তফা মঞ্জুর করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ওই কমিটিগুলির শীর্ষে এলেন তৃণমূলের ৮ বিধায়ক।
বিজেপি বিধায়করা ৮ কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন,'বিজেপির পরিষদীয় দলের মতামত না নিয়ে ৮টি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে বিজেপি বিধায়কদের বসিয়েছিলেন স্পিকার। পিএসি চেয়ারম্যান নিয়ে রাজনীতিকরণের জন্য তা প্রত্যাখ্যান করেছি।' এ দিন ওই ৮ কমিটির চেয়ারম্যান হিসেবে বাছা হল ৮ তৃণমূল বিধায়ককে।
১। লেবার কমিটিতে ছিলেন বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। তিনি ইস্তফা দেওয়ার পর নতুন চেয়ারম্যান হলেন মদন মিত্র।
২। এস্টিমেটস কমিটিতে মিহির গোস্বামীর জায়গায় সুদীপ্ত রায়।
৩। কমিটি অন পেপার লে-আনন্দময় বর্মন পদত্যাগ করায় চেয়ারম্যান করা হল হুমায়ুন কবীরকে।
৪। সাবঅর্ডিনেট লেজিশলেশন-অশোক কীর্তনীয়া ছাড়ায় এলেন পান্নালাল হালদার।
৫। কমিটি অন পাওয়ার- কৃষ্ণ কল্যানীর জায়গায় আব্দুল খালেক মোল্লা।
৬। কমিটি অন ফিসারিস-নিখিল রঞ্জন দে চেয়ারম্যান ছিলেন। তিনি ইস্তফার দেওয়ার পর রুকবানুর রহমানের নামে পড়ল সিলমোহর।
৭। পাবলিক ওয়ার্কস কমিটির চেয়ারম্যান বিজেপির বিষ্ণু প্রসাদ শর্মার বদলে এলেন তপন দাশগুপ্ত।
৮। কমিটি অন টেকনোলজি চেয়ারম্যান হয়েছিলেন দীপক বর্মন। ইস্তফাপত্র দেওয়ার পর মনোনীত হলেন অশোক চট্টোপাধ্যায়।
২৬ জুলাই থেকে স্ট্যান্ডিং কমিটিগুলোর বৈঠক শুরু হবে। চলবে ৩০ জুলাই পর্যন্ত। মোট ৪১ টি স্ট্যান্ডিং কমিটি রয়েছে। এ দিন ৩১ জন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন,'আমরা আশা করেছিলাম বিরোধী দলের যাঁদের চেয়ারম্যান করা হয়েছিল, তাঁরা আসবেন। কিন্তু তাঁরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই গুরুত্বপূর্ণ সভায় অনুপস্থিত থেকেছেন। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসাবে পদত্যাগ করেছেন কিন্তু সদস্য হিসাবে রয়ে গেছেন। আমরা জানি না কারণটা কী?'
আরও পড়ুন- উপনির্বাচনের ৭ কেন্দ্রের ওয়ার্ড ধরে ধরে কোভিড-পরিসংখ্যান পাঠানো হবে কমিশনে