WB Assembly: রাজ্যপালের ভাষণ 'মমতার মস্তিষ্কপ্রসূত'; প্রতিলিপি দেখে প্রতিবাদ করেছি; Suvendu

অধিবেশনের প্রথমদিনেই তুমুল হট্টগোল।

Updated By: Mar 7, 2022, 05:02 PM IST
WB Assembly: রাজ্যপালের ভাষণ 'মমতার মস্তিষ্কপ্রসূত'; প্রতিলিপি দেখে প্রতিবাদ করেছি; Suvendu

নিজস্ব প্রতিবেদন: বাজেট অধিবেশনের প্রথম দিনেই বিধানসভায় তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কদের। ভাষণ দেওয়ার জন্য এক ঘণ্টা অপেক্ষা করতে হল রাজ্যপালকে (Governor Jagdeep Dhankhar)। কেন এমন পরিস্থিতি? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বললেন, 'রাজ্যপালের ভাষণের প্রতিলিপি দেখে প্রতিবাদ করেছি। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ দেখাতে বাধ্য হয়েছি। বিধানসভায় উল্লেখযোগ্য প্রতিবাদ হয়েছে'।

শুরু হল বিধানসভার বাজেট অধিবেশন। এদিন অধিবেশনের শুরুতে যখন ভাষণ দিতে ওঠেন রাজ্যপাল, ততক্ষণে ওয়েলে নেমে বিজেপি বিধায়করা (BJP MLA)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলছে তুমুল বিক্ষোভ। স্লোগান ওঠেছে, 'ছাপ্পা ভোটের সরকার আর নেই দরকার', 'ভারত মাতা কি জয়'। বিধানসভায় তুমুল হইহট্টগোলের মাঝে লিখিত ভাষণ আর পড়তেই পারেননি রাজ্যপাল জগদীপ ধনখড়। এমনকী, স্পিকার ও মুখ্যমন্ত্রী অনুরোধেও কোনও কাজ হয়নি। শেষপর্যন্ত ১ ঘণ্টার অপেক্ষার পর, ভাষণের প্রথম ও শেষ লাইনের পড়ে অধিবেশন থেকে বেরিয়ে যান রাজ্যপাল। 

আরও পড়ুন: WB Assembly: রাজ্যপালের ভাষণে প্রবল বাধা বিজেপির; হেরে গিয়েও লজ্জা নেই, তোপ মমতার

এদিন সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'বাজেট অধিবেশনে প্রথম দিন। নিয়ম অনুযায়ী রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয়। বিধানসভা বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া উচিত। শাসকদল তা মানে'। তাঁর কথায়, 'রাজ্যে পুরভোটে ভোট লুট হয়েছে। শুধু বিজেপি নয়, তৃণমূলের অনেক নেতাও ভোট দিতে পারেননি। স্বাধীনতার পর এমন ভোট লুটের ঘটনা ঘটেনি। তৃণমূল গণতন্ত্র মানে না। শতাধিক বিজেপি প্রার্থী আক্রান্ত। তারই প্রতিবাদ করেছি'। শুধু তাই নয়, রাজ্যপালের ভাষণ 'মমতার মস্তিষ্কপ্রসূত' বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: Locket Chatterjee: চিন্তন বৈঠকে দলের বিরুদ্ধে চড়া সুর, এবার বিজেপির বিক্ষুব্ধ শিবিরের বৈঠকে লকেট

এদিকে বিধানসভায় বিক্ষোভের পর বিরোধীদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, 'বিজেপি আজ যা করল, তা ঠিক করেনি। এটা গণতন্ত্রের লজ্জা। রাজ্যপাল ভাষণ না পড়ে চলে যাচ্ছিল। তা যদি হত, তাহলে সাংবিধানিক সংকট হত। হেরে গিয়েও লজ্জা নেই'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.