রাজভবনের বারান্দায় BJP বিধায়কদের সঙ্গে ধনখড়; আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ Suvendu-র

আইনশৃঙ্খলা-সহ একাধিক অভিযোগে রাজ্যপালের (Governor Of West Bengal) শরণাপন্ন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।   

Updated By: Jun 14, 2021, 09:26 PM IST
রাজভবনের বারান্দায় BJP বিধায়কদের সঙ্গে ধনখড়; আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ Suvendu-র

নিজস্ব প্রতিবেদন: দলত্যাগ বিরোধী আইন কার্যকর-সহ রাজ্যে ভোটপরবর্তী হিংসার অভিযোগে রাজ্যপালের কাছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে ৫০ জন বিজেপি বিধায়ক। নজিরবিহীনভাবে রাজভবনের বারান্দায় বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল (Governor Of West Bengal)।

শুভেন্দু অধিকারীদের (Suvendu Adhikari) সঙ্গে দেখা করার পর রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) টুইট করেন, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি ও পুলিসের পক্ষপাতিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৫০ জন বিরোধী বিধায়ক। সমস্ত বিধায়ক ও বিরোধী দলনেতাকে আশ্বস্ত করেছেন রাজ্যপাল।    

সংবাদমাধ্যমকে শুভেন্দু (Suvendu Adhikari) এ দিন বলেন,''ধর্মনিরপেক্ষতা মানে সনাতনীদের বিপন্ন হওয়া নয়। ২ মে থেকে রাজনৈতিক সন্ত্রাস দেখছি। তপশিলি জাতি ও উপজাতিরা বিপন্ন। হবিবপুরে একই পরিবারের দুজনকে ধর্ষণ করা হয়েছে। মানিকচক ধর্ষণের ঘটনা ঘটেছে। ফরাক্কায় অ্যাম্বুল্যান্সের ভিতরে ধর্ষণ হয়েছে। কোথায় গেল নারীসুরক্ষা? বিধায়ক তাপসী মণ্ডলের বাড়ি গিয়ে বলছে পদত্যাগপত্র জমা দিতে হবে। পাণ্ডুয়ায় বাধাপ্রাপ্ত হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। তপশিলি জাতি ও উপজাতিদের উপরে হামলা হচ্ছে। বীরভূমের খয়রাশোলে মিথ্যা মামলায় জেল খেটে আসার পথে খুন হন বিজেপির মণ্ডল সভাপতি। যদি কেউ ভেবে থাকেন ক্ষমতার দম্ভে মিথ্যা মামলার ভয় দেখিয়ে বিরোধীদের খতম করবেন, তাহলে ভুল করবেন। গণনার পর এখনও ১৭ হাজারের বেশি বিজেপি কর্মী ঘরছাড়া।''

মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজ্যপাল (Jagdeep Dhankhar) সাংবাদিকদের বলেন, রাজ্যে হিংসার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর তরফে কোনও বক্তব্য আসেনি। কোথাও গিয়েছেন মুখ্যমন্ত্রী বা সরকারি আধিকারিকরা? কারও চোখের জল মুছিয়েছেন?

আরও পড়ুন- 'কবে জয়েন করাবে তোমরা? বেশি সময় নেই কিন্তু', মুকুলের BJP-তদ্বির প্রকাশ Babul-র

.