BJP-র বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলকে সঙ্গে নিতে হবে, স্পষ্ট করে দিলেন Surjya Kanta

রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট নয়। বরং বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে আগের নীতিতে লড়াই চলবে বলে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক (Surjya Kanta Mishra)।

Updated By: Aug 5, 2021, 09:45 PM IST
BJP-র বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলকে সঙ্গে নিতে হবে, স্পষ্ট করে দিলেন Surjya Kanta

নিজস্ব প্রতিবেদন: জাতীয় স্তরে তৃণমূলের জোটে সিপিএমের আপত্তি নেই বলে ইঙ্গিত দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। বৃহস্পতিবার আর কোনও রাখঢাক রাখলেন না সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)। স্পষ্ট করে দিলেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের সঙ্গে নিতে হবে। তবে রাজ্যে দু'টি দলের সঙ্গে লড়াই চলবে। 

এ দিন 'কাকাবাবু'র জন্মদিন উপলক্ষে সেমিনারে সূর্যকান্ত (Surjya Kanta Mishra) বলেন, 'বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে সঙ্গে নিতে হবে সবাইকে। সুতরাং তৃণমূলকে নিতেও হবে। সারা দেশে বিরোধীরা একজোট হতে পারলে ভালো হয়। রাজ্যের থেকে দিল্লির ক্ষমতা গুরুত্বপূর্ণ ব্যাপার। দিল্লি থেকে ওদের হঠাতে পারলে আমাদের লড়াই এখানে এক ধাপ এগিয়ে যাবে। তার পর রাজ্যে রাজ্যে দেখা যাবে।'

তবে রাজ্যে তৃণমূলের সঙ্গে সমঝোতা নয়। বরং বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে আগের নীতিতে লড়াই চলবে বলে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক (Surjya Kanta Mishra)। তাঁর কথায়,'রাজ্যে আমরা যে ভিত্তিতে নির্বাচন লড়েছি সেটা ঠিক আছে। এ রাজ্যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে লড়তে হবে। সেই পথে লড়তে হবে আগামী দিনে। তা থেকে সরব না। যাঁরা বলছেন তৃণমূলকে দিয়ে বিজেপির মোকাবিলা করা যাবে তাঁরা বিজেপির সুবিধা করে দিচ্ছেন।'      

ঘটনা হল,'বিজেমূল' স্লোগানের সারবত্তা ছিল না তা দলের ফেসবুক আলোচনা-সভায় মেনে নিয়েছিলেন সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)। তৃণমূলের সঙ্গে জোট নিয়ে বিমান (Biman Basu) বলেছিলেন,'বিজেপি ছাড়া যে কোনও দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এর পর আর কোনও কথা আছে কি?' সিপিএম যখন একসঙ্গে লড়তে ইচ্ছুক তখন কী করবেন মমতা? দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নে তিনি জবাব দিয়েছিলেন,সিপিএমের বোঝা উচিত কে ওদের প্রধান শত্রু। কেরলে সেটা করতে পেরেছে ওরা। বাংলায় বিষয়টি স্পষ্ট করতে হবে।' 

আরও পড়ুন- 'বিজেমূল' ভুল, BJP-TMC এক নয়, পার্টির ক্লাসে কমরেডদের শেখাবে CPM

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.