রবিবার জমিয়ে প্রচারে উত্তর-দক্ষিণের প্রার্থীরা
রবিবার জমিয়ে প্রচার সারলেন শাসক থেকে বিরোধী সব দলের প্রার্থীরাই। প্রচণ্ড গরম উপেক্ষা করে কেউ হাঁটলেন, কেউ আবার হুডখোলা জিপে প্রচার করলেন। উত্তর থেকে দক্ষিণ শহরের সর্বত্রই ভোটারদের কাছে পৌঁছতে কসুর করলেন না কেউই।
রবিবার জমিয়ে প্রচার সারলেন শাসক থেকে বিরোধী সব দলের প্রার্থীরাই। প্রচণ্ড গরম উপেক্ষা করে কেউ হাঁটলেন, কেউ আবার হুডখোলা জিপে প্রচার করলেন। উত্তর থেকে দক্ষিণ শহরের সর্বত্রই ভোটারদের কাছে পৌঁছতে কসুর করলেন না কেউই।
রবিবাসরীয় প্রচারে জমজমাট কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর কেন্দ্রের প্রচার। অন্যান্য হেভিওয়েট প্রার্থী প্রচার শুরু করেছেন অনেক আগেই। তুলনায় কিছুটা দেরিতেই প্রচার শুরু করেছেন কলকাতা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত বক্সি। এদিন বেহালায় প্রচার সারেন কলকাতা দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মালা রায়।
প্রচারে পিছিয়ে ছিলেন না কলকাতা দক্ষিণ কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নন্দিনী মুখার্জিও। পার্কসার্কাসের দরগা রোড থেকে তিলজলা পর্যন্ত প্রচার সারেন তিনি। রাজাবাজারের ২৮ নম্বর ওয়ার্ডে প্রচার সারেন কলকাতা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক পরেশ পালও।