প্রতারণার অভিযোগে গ্রেফতার সুমঙ্গলের কর্ণধার সুব্রত অধিকারী
প্রতারণার অভিযোগ গ্রেফতার সুমঙ্গলের কর্ণধার সুব্রত অধিকারী
Updated By: Jul 7, 2014, 11:11 AM IST
সুমঙ্গলের কর্ণধার সুব্রত অধিকারীকে গ্রেফতার করলেন কলকাতা পুলিসের গোয়েন্দারা। কোটি কোটি টাকার আলু বন্ড বিক্রি করে চিট ফান্ড সংস্থা সুমঙ্গল আমানতকারীদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ। প্রতারণার অভিযোগ সামনে আসার পরই ফেরার ছিলেন সুমঙ্গল কর্তা সুব্রত অধিকারী।
মুম্বইয়ের একটি গেস্ট হাউস থেকে সুব্রত অধিকারীকে গ্রেফতার করা হয়েছে। সুব্রত অধিকারীকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে। প্রতারণার অভিযোগ সামনে আসার পর ফেরার হয়ে যান সংস্থার অন্যতম কর্তা মধুমিতা অধিকারীও। সুব্রত অধিকারীর স্ত্রী মধুমিতাকে কিছুদিন আগেই আসানসোলের কুল্টি থেকে গ্রেফতার করা হয়।
Tags: