নেতাদের সময়ে আসার অভ্যাস থাকে না, Suvendu-Arjun-কে খোঁচা 'মাস্টারমশাই' Sukanta-র!

সন্তোষ মিত্র স্কোয়ার সন্ধেয় ৬টায় সুকান্ত পৌঁছে গেলেও তখন ফাঁকা মঞ্চ।

Updated By: Oct 9, 2021, 09:25 PM IST
নেতাদের সময়ে আসার অভ্যাস থাকে না, Suvendu-Arjun-কে খোঁচা 'মাস্টারমশাই' Sukanta-র!

নিজস্ব প্রতিবেদন: সন্তোষ মিত্র স্কোয়ারে সন্ধে ৬টায় দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠান। 'বাঙালির সময়' না মেনে একেবারে ঘড়ি ধরে পৌঁছে গিয়েছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তখনও দেখা নেই আরও দু'জন আমন্ত্রিত অতিথি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের। নিজের সংক্ষিপ্ত ভাষণে সে দিকে ইঙ্গিত করেই সময়ানুবর্তিতার কথা স্মরণ করালেন 'মাষ্টারমশাই' সুকান্ত।      

সন্তোষ মিত্র স্কোয়ার সন্ধেয় ৬টায় সুকান্ত পৌঁছে গেলেও তখন ফাঁকা মঞ্চ। তাঁকে সঙ্গ দিতে এসেছিলেন উদ্যোক্তা প্রদীপ ঘোষ। মঞ্চ থেকে নীচে নেমে যান বিজেপির রাজ্য সভাপতি। এরপর সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। তখনও পৌঁছতে পারেননি শুভেন্দু এবং অর্জুন। মজার ছলেই নিজের দলের দুই নেতাকে খোঁচা দিয়েছেন সুকান্ত। তিনি বলেন,''মাস্টারমশাই হলে সময়ে পৌঁছতে হয়। আমাকে সজলদা বলেছিলেন, ৬টায় পৌঁছতে হবে। ক্লাস করানোর অভ্যাস- ১১টায় মানে ১১টাতেই পৌঁছতে হবে। ১১.৪৫ মানে ১১.৪৫। যথারীতি ৬টার মধ্যে পৌঁছে গিয়েছি। নেতাদের অভ্যাস থাকে না। ১১টা বললে একটু পরে পৌঁছতে হয়। এখনও পুরো নেতা হতে পারিনি। বুঝতে পারছি। ভিতরে মাস্টারমশাই কিছুটা থেকে গিয়েছে।'' 

সংবর্ধনার অনুষ্ঠানেই মাঝেই পৌঁছন শুভেন্দু অধিকারী। তা-ও ৬.৫০ বেজে গিয়েছে। তার পর হাজির হন অর্জুন। 

আরও পড়ুন- #উৎসব: এতগুলি পুজো উদ্বোধন করলাম কেউ এক কাপ চা দেয়নি, আক্ষেপ Mamata-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.