Kolkata: পুজোর মুখে বড়বাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ি, মৃত ১
গুরুতর আহত ৩।
নিজস্ব প্রতিবেদন: ব্যবধান মাত্র কয়েকদিন। আহিরীটোলার পর এবার বড়বাজার। পুজোর মুখে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। ধ্বংসস্তুপে চাপা পড়ে প্রাণ হারালেন ১ জন। গুরুতর আহত হলেন ৩ জন।
জানা গিয়েছে, ১৫৬, রবীন্দ্র সরণী, বড়বাজারের এই ঠিকানাতেই দাঁড়িয়েছিল 'বিপজ্জনক' একটি বাড়ি। ঘড়়িতে বিকেল ৫টা ১০। তখন বেশ জোরেই বৃষ্টি পড়ছিল। আচমকাই হুড়মুড়়িয়ে ভেঙে পড়ে ওই বাড়িটির একাংশ। ধ্বংসস্তুপে নীচে চাপা পড়েন চারজন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দমদমের বাসিন্দা রাজীব গুপ্তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত হয়েছেন প্রদীপ দাস, মহম্মদ তৌফিক ও সুভাষ হাজরা নামে বাকি তিনজন। সকলেই ভর্তি হাসপাতালে। তৌফিকের শারীরিক অবস্থা অত্য়ন্ত সংকটজনক বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: #উৎসব: এতগুলি পুজো উদ্বোধন করলাম কেউ এক কাপ চা দেয়নি, আক্ষেপ Mamata-র
এদিকে যে বাড়িটি ভেঙে পড়েছে, সেই বাড়ি নিচ থেকে দুটি বাইক ও একটি স্কুটি উদ্ধার করেছে পুলিস। প্রাথমিক তদন্তে অনুমান, মৃত ও আহত ব্যক্তিরা সম্ভবত হেঁটে কিংবা বাইকে চড়ে রাস্তায় দিয়ে যাচ্ছিল। বৃষ্টির শুরু হওয়ার পর ওই বাড়িটির শিডের নিচে দাঁড়িয়ে পড়েছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে। কয়েক দিন আগেই রাতভর বৃষ্টির পর উত্তর কলকাতার আহিরিটোলায় ভেঙে পড়েছিল পুরনো বাড়ির একাংশ। মৃত্যু হয় শিশু-সহ ৪ জনের। ভেঙে পড়েছে হাওড়ার শতাব্দী প্রাচীন 'জানবাড়ি'-র একাংশও।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)