‘শুভবুদ্ধির উদয় হোক, ঘরে ফিরুক Soumitra’, বিষ্ণুপুরের সাংসদের কাছে আর্জি Sujata-র

বিজেপি সাংসদকে তৃণমূলে ফেরার পরামর্শ সুজাতা মণ্ডলের।

Updated By: Jun 5, 2021, 04:22 PM IST
‘শুভবুদ্ধির উদয় হোক, ঘরে ফিরুক Soumitra’, বিষ্ণুপুরের সাংসদের কাছে আর্জি Sujata-র

নিজস্ব প্রতিবেদন: সৌমিত্র খাঁয়ের শুভ বুদ্ধির উদয় হোক। তৃণমূলই তাঁর নিজের ঘরে। সেই ঘরে ফিরে আসুক তিনি। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর বিজেপি ত্যাগের জল্পনার উত্তরে এমনটাই জানালেন তৃণমূল নেত্রী তথা সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল।  

এদিন সুজাতা মণ্ডল জানান, বিজেপির যুব মোর্চার সভাপতি আগামিদিনে যদি বিজেপি ছাড়েন এবং তবে তাঁর শুভ বুদ্ধির উদয় হবে৷ কারন বিজেপিতে কোনও ভদ্রলোক থাকতে পারেন না। তিনি দাবি করেন, “ বিজেপি এরাজ্যে ৭৫টি বিধায়ক পেয়েছে। আগামী ৭৫ দিনে সেই বিধায়কদের কতজন বিজেপিতে থাকেন দেখুন।“ পাশাপাশি, তৃণমূল নেত্রীর অভিযোগ, সৌমিত্র খাঁকে চাপ দিয়ে তাঁর থেকে আলাদা করেছে বিজেপি নেতৃত্ব৷ তিনি বলেন, “সীতার অভিশাপে যেমন রাবনের লঙ্কা পুড়ে গিয়েছিল, তেমনই বাংলার মানুষ আমার পাশে দাঁড়িয়ে ২ মে বিজেপিকে যোগ্য জবাব দিয়েছেন।“

আরও পড়ুন: তৃণমূলের নতুন যুব সভানেত্রী Saayoni Ghosh, মহিলা শাখার দায়িত্বে কাকলি

আরও পড়ুন: ছিঁড়ছে না ভাগ্যের শিকে, ‘দলবদলু’দের এখনই ফেরাতে নারাজ তৃণমূল!

প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই সৌমিত্র খাঁকে নিয়ে বিজেপির অন্দরে জল্পনা চড়ছিল৷ তিনি বিজেপি ত্যাগ করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল৷ আজ বিষ্ণুপুরের মিডিয়া সেলের হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান সৌমিত্র খাঁ৷ এরপর সেই জল্পনা আরও মাত্রা পায়৷ যদিও সমস্ত জল্পনায় জল ঢেলেছেন সৌমিত্র খাঁ৷ তিনি বিজেপিতেই রয়েছেন বলে সাংসদের দাবি৷   

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.