Kolkata: রবিবার সকালে মা ফ্লাইওভারে আত্মহত্যা, CCTV দেখে তদন্তে পুলিস

মৃতের নাম ও পরিচয় জানাল পুলিস। 

Updated By: Sep 19, 2021, 08:57 AM IST
Kolkata: রবিবার সকালে মা ফ্লাইওভারে আত্মহত্যা, CCTV দেখে তদন্তে পুলিস

নিজস্ব প্রতিবেদন: মা ফ্লাইওভারে আত্মহত্য়ার ঘটনা। রবিবার সকাল পৌনে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে। এখনও মৃত ব্যক্তির নাম প্রণব কুণ্ডু, বয়স ৫৮। উনি লেকটাউনের শ্রীভূমির বাসিন্দা। ফ্লাইওভারের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিস। শুরু হয়েছে তদন্ত। 

পুলিস সূত্রে খবর, রবিবার সকালে পার্ক সার্কাস দিক থেকে বাইক নিয়ে মা ফ্লাইওভারে ওঠেন ওই ব্যক্তি। সায়েন্স সিটির কাছে পরমা আইল্যান্ডের ওপরে বাইকটি দাঁড় করান। এরপর ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। দেহটি ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিসে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রগতি ময়দান থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: Babul ভালো সংগঠকও নন, রাজনীতিকও নন, BJP-র ভোটে কোনও প্রভাব পড়বে না: Suvendu

আরও পড়ুন: Coal Case: দিল্লি হাইকোর্টে ED-র সমন রোধে মামলা Abhishek-Rujira-র, মঙ্গলবার শুনানি

ফ্লাইওভারের সিসি ক্য়ামেরা ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। কী কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন ব্যক্তি সেই তদন্তও শুরু হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু হয়েছে।

.