ওয়েব ডেস্ক: সারদা তদন্তে এবার তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভাপ্রসন্নর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একটি সরকারি ও বেসরকারি ব্যাঙ্ককে অ্যাকাউন্স ফ্রিজ করতে চেয়ে চিঠি দিয়েছে ইডি। ওই দুটি অ্যাকাউন্ট ছাড়াও ইডির নজরে রয়েছে শুভাপ্রসন্নর ২৪টি ফিক্সড ডিপোজিট। এর পাশাপাশি ধৃত তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুর দুটি ব্যাক্তিগত অ্যাকাউন্ট ইডি সিজ করতে চায়। সংবাদ প্রতিদিনেরও দুটি অ্যাকাউন্ট ফ্রিজ করতে চায় ইডি। এ বিষয়ে ব্যাঙ্কগুলিকে চিঠি দেওয়া হয়েছে।
গতকাল, সারদাকাণ্ডে গ্রেফতার করা হয়তৃণমূল কংগ্রেস রাজ্যসভা সাংসদ সৃঞ্জয় বসু। সিবিআই দফতরে দীর্ঘ জেরার পর গ্রেফতার করা হয় তাঁকে। সারদাকণ্ডে ষড়যন্ত্রের অভিযোগেই গ্রেফতার করা হল সাংসদকে।
English Title:
subhaprasanna's bank account seize
News Source:
Home Title:
শুভাপ্রসন্নর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করল ইডি
Yes
Is Blog?:
No
Section: