স্কুলের হোস্টেলে উকুন মারার ওষুধের বিষক্রিয়ায় অসুস্থ ৩০ ছাত্রী

Updated By: Aug 14, 2014, 07:32 PM IST
স্কুলের হোস্টেলে উকুন মারার ওষুধের বিষক্রিয়ায় অসুস্থ ৩০ ছাত্রী

কসবার বিবি চ্যাটার্জি রোডের একটি আবাসিক স্কুলে ওষুধের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ল ৩০ জন ছাত্রী।  

উকুন মারার ওষুধ থেকেই বিষক্রিয়া বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। প্রথমে ৩০ জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও এখন ভর্তি রয়েছে ৮ জন ছাত্রী। কসবার বিবি চ্যাটার্জি রোডের মর্ডান ইনস্টিটিউশন ফর গার্লস। সর্বশিক্ষা মিশন এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় এই আবাসিক স্কুলের হস্টেলে থাকে শতাধিক ছাত্রী। বুধবার বেশ কয়েকজন ছাত্রীর মাথায় উকুন মারার ওষুধ দেওয়া হয়। রাতে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে ৫ থেকে ১২ বছর বয়সী তিরিশজন ছাত্রী। স্থানীয় বাসিন্দারাই বুধবার রাতে হাসপাতালে ভর্তি করান ছাত্রীদের।

খবর পেয়েই বৃহস্পতিবার সকালেই উপস্থিত হন উদ্বিগ্ন অভিভাবকরা। ততক্ষণে বেশ কয়েকজন ছাত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে স্কুল কর্তৃপক্ষের তরফে অসুস্থ ছাত্রীদের তালিকা প্রকাশ করা হয়।

 

.