পাটুলিতে দিলীপের সামনে 'NO NRC' পোস্টার দেখালেন ছাত্রী, ঝাঁপিয়ে পড়ল গেরুয়াবাহিনী

পাটুলির মোড় থেকে অভিনন্দন যাত্রার আয়োজন করেছিল বিজেপির একটি শ্রমিক সংগঠন। 

Reported By: অঞ্জন রায় | Updated By: Jan 30, 2020, 07:21 PM IST
পাটুলিতে দিলীপের সামনে 'NO NRC' পোস্টার দেখালেন ছাত্রী, ঝাঁপিয়ে পড়ল গেরুয়াবাহিনী

নিজস্ব প্রতিবেদন: পাটুলিতে মিছিল করছেন দিলীপ ঘোষ। সেই সময় 'নো এনআরসি, নো সিএএ' পোস্টার নিয়ে প্রতিবাদ করলেন এক তরুণী। পুলিসের সামনেই ওই তরুণীর উপরে ঝাঁপিয়ে পড়লেন গেরুয়া সমর্থকরা। তাঁকে হেনস্থা করার অভিযোগও উঠল। 

পাটুলির মোড় থেকে অভিনন্দন যাত্রার আয়োজন করেছিল বিজেপির একটি শ্রমিক সংগঠন। সেখানে হাজির হয়েছিল দিলীপ ঘোষ। তবে মিছিলের অনুমতি ছিল না। ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিস। পাটুলিতে মিছিলের শুরুতেই 'নো এনআরসি, নো সিএএ' লেখা পোস্টার নিয়ে একাই দাঁড়িয়েছিলেন সংস্কৃত কলেজের ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্ত। দিলীপ ঘোষ দেখেও এড়িয়ে যান। কিন্তু  ছাত্রীর উপরে চড়াও হন তাঁর দলের সমর্থকরা। শুরু হয় গালিগালাজ। তাঁকে হেনস্থা করার অভিযোগও ওঠে। 

আগ্রাসী বিজেপি সমর্থকদের সামনে সুদেষ্ণাকে উদ্ধার করেন সাংবাদিকরা। জি ২৪ ঘণ্টাকে সুদেষ্ণা বলেন,''কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁর যোগ নেই। অসমে এনআরসি-র প্রভাব দেখে বিরোধিতার জন্য এসেছিলেন।''

আরও পডুন- ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন, জেরায় স্বীকারোক্তি শার্জিলের

 

.