ছাত্র বিক্ষোভের জের, বাতিল প্রেসিডেন্সির সমাবর্তন

বিকেলে সমাবর্তন  নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। বিকালেই সমাবর্তন বাতিল বলে ঘোষণা করা হয়।

Updated By: Sep 10, 2018, 06:21 PM IST
ছাত্র বিক্ষোভের জের, বাতিল প্রেসিডেন্সির সমাবর্তন

 নিজস্ব প্রতিবেদন:   হস্টেলের দাবিতে ছাত্র-বিক্ষোভ  অব্যাহত, তার জেরে স্থগিত হয়ে গেল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। হিন্দু হস্টেল সংস্কারের দাবিতে  সোমবার  সকাল থেকে ফের  বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন  ছাত্রছাত্রীরা। ভিতরে ঢুকতেই পারেন না উপাচার্য। ফিরে যান বাকিরাও।  বিকেলে সমাবর্তন  নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। বিকালেই সমাবর্তন বাতিল বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন:  পাত্রী দেখতে গিয়ে তাঁর বাড়িতে বারাকপুরের পাত্র যা ঘটালেন, তা এই রাজ্যে কেন দেশে কোথাও আগে ঘটেনি!

৩ বছর ধরে কাজ চলছে। এখনও সংস্কার সম্পূর্ণ হয়নি হিন্দু হস্টেলের। প্রতিবাদে গত মাসেই বালিশ বিছানা নিয়ে বিশ্ববিদ্যালয় করিডরে আন্দোলনে বসেন পড়ুয়ারা। কিন্তু, লাভ হয়নি। সোমবার সকালে পুরনো দাবিকে নতুন করে বিক্ষোভ শুরু করেন পড়ুয়াদের একাংশ। গেট বন্ধ করে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে শুরু হয় স্লোগানিং।  বিক্ষোভের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে পৌছন উপাচার্য অনুরাধা লোহিয়া ও অন্যান্য অধ্যাপকরা।কিন্তু গেট খোলেননি বিক্ষোভকারীরা। ভিতরে ঢুকতেই পারেননি উপাচার্য। কিছুক্ষণ অপেক্ষা করার পর ফিরে যান তাঁরা।  উপাচার্যের দাবি, বনধের সমর্থনে বিক্ষোভ। ফিরে যান বাকিরাও। 

আরও পড়ুন: রাতের খাবার খেয়ে উঠোনে গিয়ে বাড়ির কর্তা যে দৃশ্য দেখলেন, তাতে মাথায় বাজ ভেঙে পড়ল তাঁর

যদিও  উপাচার্যের দাবি মানতে নারাজ  বিক্ষোভকারীরা।তাঁদের দাবি, বিক্ষোভ শুধুই হস্টেলের দাবিতে। লাগাতার বিক্ষোভে সপ্তাহের শুরুর দিনেই শিকেয় লেখাপড়া।বিক্ষোভ না থামা পর্যন্ত কোনও ক্লাস হবে না জানিয়ে দিয়েছেন উপাচার্য।   উপাচার্য সরকারি হস্তক্ষেপ না চাইলেও, প্রেসিডেন্সির পরিস্থিতেতে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী। এনিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। দুপক্ষের টানাপোড়েনে প্রেসিডেন্সির জল কোনদিকে গড়ায় এখন সেটাই দেখার।

.