খাস কলকাতায় নার্সিংহোমের গাফিলতিতে মৃত্যু ডেঙ্গি আক্রান্ত কিশোরের

Updated By: Oct 26, 2017, 09:34 PM IST
খাস কলকাতায় নার্সিংহোমের গাফিলতিতে মৃত্যু ডেঙ্গি আক্রান্ত কিশোরের

নিজস্ব প্রতিবেদন: নার্সিংহোমের চূড়ান্ত গাফলতির জেরে ডেঙ্গি আক্রান্ত কিশোরের মৃত্যুর অভিযোগ উঠল। আপত্‍‍কালীন সময়ে আইসিইউ-তে না পাঠানোয় মৃত্যু হয় গিরিশপার্কের বাসিন্দা নবম শ্রেণির ছাক্র উত্কর্ষ জয়সওয়ালের। নার্সিংহোমের দাবি, আইসিইউ-তে জীবাণুমুক্ত করা হয়। প্রশ্ন উঠছে, তাহলে কেন আশঙ্কাজনক রোগীকে ভর্তি করা হল?   

গত ১৬ অক্টোবর উত্কর্ষকে শোভাবাজারের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। তিন দিনের মাথায় অবস্থা অত্যন্ত খারাপ হয়। প্লেটলেট নেমে যায় ৩৬ হাজারে। দীপাবলির রাতে ছয় ইউনিট প্লেটলেট দেওয়া হয়। সাত নম্বর ইউনিট দেওয়ার সময়ই শুরু হয় খিঁচুনি। জ্বর উঠে যায় ১০৮-এ। আইসিইউ-তে ভর্তি করার কথা জানান চিকিত্সকরা। কিন্তু জীবাণুমুক্ত করার জন্য আইসিইউ বন্ধ রয়েছে বলে জানায় নার্সিংহোম কর্তৃপক্ষ। রাতেই অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় উত্কর্ষের।

অভিযোগ, ৩০ লাখ টাকা দিয়ে বিষয়টি মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে বটতলা থানায় অভিযোগ দায়ের করেছে কিশোরের পরিবার।

আরও পড়ুন, ৪৮ ঘণ্টার মধ্যে জাকারিয়া স্ট্রিটে ব্যবসায়ী খুনের কিনারা করল পুলিস

.