ভোটাধিকার কেড়ে নেওয়ায় অনশন
১৮ জন ডিএসএ সমর্থকের ভোটাধিকার কেড়ে নিয়েছে কর্তৃপক্ষ। এই অভিযোগে মেডিক্যাল কলেজে রিলে অনশনে বসলেন ছাত্র সংগঠন ডিএসএ-র সমর্থকরা। অধ্যক্ষের ঘরের সামনে শুরু হয়েছে রিলে অনশন কর্মসূচি। আগামী পঁচিশে নভেম্বর মেডিক্যাল কলেজে ছাত্র সংসদ নির্বাচন।
১৮ জন ডিএসএ সমর্থকের ভোটাধিকার কেড়ে নিয়েছে কর্তৃপক্ষ। এই অভিযোগে মেডিক্যাল কলেজে রিলে অনশনে বসলেন ছাত্র সংগঠন ডিএসএ-র সমর্থকরা। অধ্যক্ষের ঘরের সামনে শুরু হয়েছে রিলে অনশন কর্মসূচি। আগামী পঁচিশে নভেম্বর মেডিক্যাল কলেজে ছাত্র সংসদ নির্বাচন। এই আঠারোজনের মধ্যে ছয়জন নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। নির্বাচনের আগে ভোটাধিকার কেড়ে নেওয়ার ঘটনা, কর্তৃপক্ষের পক্ষপাতদুষ্ট আচরণ বলেই মনে করছেন ডিএসএ নেতৃত্ব। কর্তৃপক্ষের কাছে এ নিয়ে তাঁরা দরবার করেছিলেন বলে জানিয়েছেন অনশনকারীরা। কিন্তু সদুত্তর মেলেনি। তথ্যের অধিকার আইনে তাই চিঠিও দিয়েছে ডিএসএ সমর্থকরা। ডিএসএ-র অভিযোগ, তাঁদের সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। প্রসঙ্গত, দিন কয়েক আগে ডিএসএ সমর্থক সৌম্য মুখোপাধ্যায়কে মারধরের ঘটনায় মেডিক্যাল কলেজ চত্বরে উত্তেজনা ছড়ায়।