মেডিক্যাল জয়েন্ট নিজের হাতে রাখার ভাবনা রাজ্যের

মেডিক্যাল জয়েন্টের ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা নেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে এই ভাবনা কার্যকর করা নিয়ে আলোচনা হয়েছে।

Updated By: Oct 31, 2011, 02:43 PM IST

মেডিক্যাল জয়েন্টের ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা নেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে এই ভাবনা কার্যকর করা নিয়ে আলোচনা হয়েছে। কয়েকদিন আগে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার একটি বৈঠক হয়। তখন যদিও রাজ্যের তরফে জানানো হয়েছিল, মেডিক্যাল জয়েন্ট নিয়ে কেন্দ্রীয় সরকারের অভিন্ন প্রবেশিকা পরীক্ষার প্রস্তাবে তাদের পূর্ণ সম্মতি রয়েছে। ঠিক হয়েছিল, দুহাজার বারো সাল থেকেই গোটা দেশে মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে একটি মাত্র জয়েন্ট পরীক্ষা হবে। কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে রাজ্য সরকার বুঝতে পারে, রাজ্যে এখনই অভিন্ন প্রবেশিকা পরীক্ষা চালু হলে, এবছরের ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বেন। কারণ অভিন্ন পরীক্ষার জন্য কেন্দ্রের যে সিলেবাস রয়েছে, তার একটা বড় অংশ রাজ্যের দ্বাদশ শ্রেণির পাঠক্রমে এখনও শুরু করা যায়নি। সেকারণে এই মুহূর্তে মেডিক্যাল জয়েন্টের অভিন্ন প্রবেশিকা পরীক্ষার পথে এগোতে চাইছে না রাজ্য। মহাকরণে আজকের শিক্ষা সংক্রান্ত বৈঠকে স্কুল ও উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। বৈঠকে শিক্ষার অধিকার আইন অনুযায়ী অষ্টম শ্রেণি পর্যন্ত পাস-ফেল তুলে দেওয়া, লটারির মাধ্যমে স্কুলে ভর্তি, টিচার্স এলিজিবিলিটি টেস্ট চালু সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে এই বিষয়গুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায় হবে বলে জানানো হয়েছে।

.