একশ দিনের কাজ নিয়ে টাটার সঙ্গে চুক্তির পথে রাজ্য

সিঙ্গুর জমি বিতর্কের জট এখনও কাটেনি। এরমধ্যেই  `পরিবর্তনের` পর টাটাগোষ্ঠীর সঙ্গে এই প্রথম চুক্তিবদ্ধ হতে চলেছে রাজ্য সরকার।একশো দিনের কাজের প্রকল্প নিয়ে শুক্রবার রাজ্যের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে টিসিএস। কাজের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা প্রক্রিয়া ডিজিটাইজ করার পাশাপাশি প্রায় দেড় কোটি বায়োমেট্রিক কার্ডও বানাবে টাটারা। পাঁচ বছরের এই প্রকল্পে খরচ হবে একশো তিন কোটি টাকা।

Updated By: Sep 6, 2012, 07:59 PM IST

সিঙ্গুর জমি বিতর্কের জট এখনও কাটেনি। এরমধ্যেই  `পরিবর্তনের` পর টাটাগোষ্ঠীর সঙ্গে এই প্রথম চুক্তিবদ্ধ হতে চলেছে রাজ্য সরকার।একশো দিনের কাজের প্রকল্প নিয়ে শুক্রবার রাজ্যের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে টিসিএস। কাজের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা প্রক্রিয়া ডিজিটাইজ করার পাশাপাশি প্রায় দেড় কোটি বায়োমেট্রিক কার্ডও বানাবে টাটারা। পাঁচ বছরের এই প্রকল্পে খরচ হবে একশো তিন কোটি টাকা।
কোচবিহার থেকে দক্ষিন ২৪পরগণার কাকদ্বীপ, রাজ্যের উনিশটি জেলার কোথায়, কিভাবে একশো দিনের কাজ চলছে, কারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত, কম্পিউটারের একটা `কি` প্রেস করেই এ বার থেকে তা জেনে যাবেন মন্ত্রী, আমলারা। ফলে এই প্রকল্প নিয়ে এত দিন তথ্যবিভ্রান্তি এবং টাকা দেওয়া-নেওয়ার ব্যাপারে দুর্নীতির যে অভিযোগ উঠত, তা অনেকটাই দূর করা সম্ভব হবে বলে মনে করছে সরকার। পশ্চিমবঙ্গের আগে একমাত্র অন্ধ্রপ্রদেশে একশো দিনের কাজের জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। 
পঞ্চায়েত দফতরের সুপারিশে এই কাজের বরাত পাচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। সূত্রের খবর প্রাথমিক পর্যায়ে টাটাদের সঙ্গে এই চুক্তিতে আপত্তি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দরবারে অবশেষে মন গলে মুখ্যমন্ত্রীর।

.