এবার ভর্তুকিতে আলু রেশন দোকানে

বাজারদর এখনও কমেনি। টাস্ক ফোর্সকে এখনও সেভাবে দেখা যায়নি শহরের বাজারে। রাজ্যের কৃষি বিপণন দফতর ৮টি বাজারে ভ্রাম্যমান সবজি কাউন্টার খোলার কথা ঘোষণা করেও পিছিয়ে এসেছে। এমতাবস্থায় আজ থেকে শুরু হল আলু নিয়ে `সরকারি পরীক্ষা`।

Updated By: Jul 7, 2012, 09:50 AM IST

বাজারদর এখনও কমেনি। টাস্ক ফোর্সকে এখনও সেভাবে দেখা যায়নি শহরের বাজারে। রাজ্যের কৃষি বিপণন দফতর ৮টি বাজারে ভ্রাম্যমান সবজি কাউন্টার খোলার কথা ঘোষণা করেও পিছিয়ে এসেছে। এমতাবস্থায় আজ থেকে শুরু হল আলু নিয়ে `সরকারি পরীক্ষা`। আপাতত শহরের ২০০টি রেশন দোকানে ১২ টাকা পয়সা কেজি দরে বিক্রি হবে জ্যোতি আলু। শনিবার সকাল থেকেই শহরের বিভিন্ন রেশন দোকানে ভর্তুকিতে আলু বিক্রির তত্‍পরতা শুরু হয়েছে। তবে বিভ্রান্তির শেষ নেই এখানেও। কিন্তু রেশন দোকানে আলু সরবরাহ করবে কারা? রাজ্য সরকারের কাছে এই মুহুর্তে সরবরাহ করার মত পর্যাপ্ত আলু রয়েছে কিনা? সবকিছুই ধোঁয়াশায়।  প্রসঙ্গত, ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে রাজ্যের কিছু হিমঘরে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আলু মজুতের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সরকারের এই উদ্যোগ কতটা সফল হয়, সেটাই এখন প্রশ্ন।

.