"না জানিয়েই ট্রেন পাঠাচ্ছে", ক্যাবিনেট সচিব বৈঠকে রেল নিয়ে ক্ষোভপ্রকাশ রাজ্যের

নিজস্ব প্রতিবেদন : ক্যাবিনেট সচিবের বৈঠকে রেল নিয়ে ক্ষোভ উগরে দিল রাজ্য। দেশে করোনা পরিস্থিতি নিয়ে এদিন ছিল ক্যাবিনেট সচিব পর্যায়ের বৈঠক। সেই বৈঠকে দেশের করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

যেভাবে হঠাৎ করে দেশের সর্বত্র করোনা পজিটিভের সংখ্যা গত কয়েকদিনে বেড়েছে, তাতে চিন্তিত কেন্দ্রীয় সরকার। বিশেষ করে পরিযায়ী শ্রমিক ও অন্যদের যাতায়াত শুরু হওয়ার পর দেশে করোনা পজিটিভের সংখ্যা বেড়ে গিয়েছে। এই অবস্থায় কী করা উচিত, সেই ব্যাপারে রাজ্যগুলোর মতামত চাওয়া হয় আজ। সেই বৈঠকেই রেলের বিষয়ে ক্ষোভ উগরে দিল রাজ্য।

রাজ্যের অভিযোগ, দিনে একাধিক চিঠি পাঠাচ্ছে রেল। সেই চিঠিতে শুধু জানানো হচ্ছে কখন কোন ট্রেন আসবে। এভাবে আগে থেকে না জানিয়ে কেন ট্রেন পাঠানো হচ্ছে? প্রশ্ন তোলে রাজ্য। আগে থেকে সময় হাতে নিয়ে জানানো হচ্ছে না বলেও অভিযোগ করে রাজ্যে। জানায়, এর ফলে ট্রেন আসার সময় শ্রমিকদের শারীরিক পরীক্ষার ব্যবস্থা করতে সমস্যায় পড়ছে রাজ্য সরকার।

আরও পড়ুন, একদিনে রেকর্ড ৩৪৪ জন! পশ্চিমবঙ্গে করোনায় মোট আক্রান্ত ৪,৫০০ ছাড়াল 

English Title: 
State government expresses disappointment about rail in cabinet secretary lavel meet
News Source: 
Home Title: 

"না জানিয়েই ট্রেন পাঠাচ্ছে", ক্যাবিনেট সচিব বৈঠকে রেল নিয়ে ক্ষোভপ্রকাশ রাজ্যের

"না জানিয়েই ট্রেন পাঠাচ্ছে", ক্যাবিনেট সচিব বৈঠকে রেল নিয়ে ক্ষোভপ্রকাশ রাজ্যের
Yes
Is Blog?: 
No