`অ-মিত` বাজেটের সমালোচনায় জোটসঙ্গী কংগ্রেসও

শুক্রবার বিধানসভায় অর্থমন্ত্রী অমিত মিত্রর পেশ করা বাজেটের সমালোচনায় মুখর হয়েছে বামেরা। বাজেটকে অবাস্তব আখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। বাজেটে হতাশ বাম চেয়ারম্যান বিমান বসুও। তাত্‍পর্যপূর্ণ ভাবে বাজেটকে দিশাহীন বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

Updated By: Mar 23, 2012, 07:41 PM IST

শুক্রবার বিধানসভায় অর্থমন্ত্রী অমিত মিত্রর পেশ করা বাজেটের সমালোচনায় মুখর হয়েছে বামেরা। বাজেটকে অবাস্তব আখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। বাজেটে হতাশ বাম চেয়ারম্যান বিমান বসুও। তাত্‍পর্যপূর্ণ ভাবে বাজেটকে দিশাহীন বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।
এদিন বাজেটের পেশ হওয়ার পর বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, "রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র নিজের বাজেটে এমন কিছু রিকল্পনা এবং প্রস্তাব করেছেন, যা বাস্তবায়িত করা অসম্ভবই শুধু নয় বাস্তব। অনেক ক্ষেত্রেই আগের সরকারের প্রকল্প ও নীতি অনুকরণ করার দায়ে দুষ্ট।" 
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "এই বাজেট থেকে জনগনের সমস্যার কোনও সুরাহা হবে বলে মনে হচ্ছে না।"

তবে তাত্‍পর্যপূর্ণ ভাবে নিজেদের সরকারের বাজেটের কড়া সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। বিকেলে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "এই বাজেট উন্নয়নের কোনও সুষ্পষ্ট নেই। গ্রাম ও শহরের উন্নয়নেরবরাদ্দরও নির্দিষ্ট উল্লেখ নেই। মোটের ওপর এই বাজেট দিশাহীন।" প্রসঙ্গত, প্রদেশ কংগ্রেসের শত অনুরোধ সত্ত্বেও এআইসিসির নির্দেশে বৃহস্পতিবারই রাজ্যসভা থেকে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন আব্দুল মান্নান। এর পর সাংবাদিক বৈঠকে মান্নান সাহেব বুঝিয়ে দিয়েছিলেন, কতকটা বাধ্য হয়েই মনোনয়ন প্রত্যাহার করেছিলেন তিনি। জোটসঙ্গী তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতেও ছাড়েননি হুগলির এই কংগ্রেস নেতা। এদিন প্রদেশ দলীয় সভাপতির বাজেট প্রতিক্রিয়ায় স্পষ্ট রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে ক্রমশ কড়া অবস্থান নিচ্ছে কংগ্রেস নেতৃত্ব।
স্বাভাবিকভাবেই, বাজেটের ভূষসী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট পেশের পর বিধানসভায় সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "রাজ্যের সাধারণ মানুষের ওপর বোঝা না-বাড়িয়েই বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র।"

.