অমিতের স্ট্যাম্প ডিউটি ছাড়ের বার্তায় খুশির হাওয়া রাজ্যের নির্মাণ শিল্পে

বাজেটে ফ্ল্যাট বা বাড়ির স্ট্যাম্প ডিউটি কমানোর প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। ৩০ লক্ষ টাকা পর্যন্ত সম্পত্তি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে এক শতাংশ ছাড়ের প্রস্তাব দিয়েছেন তিনি। আর এতেই খুশি রাজ্যের নির্মাণ শিল্প মহল। তাঁদের আশা, এর ফলে কম দামি ফ্ল্যাটের চাহিদা বাড়বে। নির্মাণের সঙ্গে যুক্ত সিমেন্ট, ইস্পাতশিল্পের বাজারও চাঙ্গা হবে।

Updated By: Feb 18, 2014, 08:13 PM IST

বাজেটে ফ্ল্যাট বা বাড়ির স্ট্যাম্প ডিউটি কমানোর প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। ৩০ লক্ষ টাকা পর্যন্ত সম্পত্তি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে এক শতাংশ ছাড়ের প্রস্তাব দিয়েছেন তিনি। আর এতেই খুশি রাজ্যের নির্মাণ শিল্প মহল। তাঁদের আশা, এর ফলে কম দামি ফ্ল্যাটের চাহিদা বাড়বে। নির্মাণের সঙ্গে যুক্ত সিমেন্ট, ইস্পাতশিল্পের বাজারও চাঙ্গা হবে।

সম্পত্তির ওপর স্ট্যাম্প ডিউটি কমানোর প্রস্তাবে খুশি রাজ্যের নির্মাণ শিল্প মহল। তাঁদের আশা, রাজ্যের এই সিদ্ধান্ত নির্মাণ শিল্পে গতি আনবে।সংগঠিত রিয়েল এস্টেটের মাধ্যমে প্রতিবছর রাজ্যে বারো থেকে পনেরো হাজার ফ্ল্যাট বিক্রি হয়। সমপরিমাণ ফ্ল্যাট বিক্রি হয় অসংগঠিত রিয়েল এস্টেটের মাধ্যমেও। যত মানুষ ফ্ল্যাট কেনেন তাদের মধ্যে সত্তর শতাংশই প্রাথমিক ক্রেতা।

এক্কেবারে বাসস্থানের প্রয়োজনেই ফ্ল্যাট কেনেন তারা। দশ শতাংশ ক্রেতা ভিনরাজ্যের বাসিন্দা। অনাবাসী ভারতীয় ক্রেতার পরিমাণ দশ শতাংশ। আর বিনিয়োগের প্রয়োজনে ফ্ল্যাট কেনেন দশ শতাংশ ক্রেতা। নির্মাণ শিল্প মহলের আশা, স্ট্যাম্প ডিউটি কমলে কম দামি ফ্ল্যাট আরও বেশি করে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে আসবে। ফলে বাড়বে চাহিদাও। তাতে শুধু নির্মাণ শিল্পই নয়, এই ব্যবসার সঙ্গে যুক্ত সিমেন্ট, ইস্পাতের মতো শিল্পগুলিরও বাজার বাড়বে। বাজেটে শুধু স্ট্যাম্প ডিউটি কমানোর প্রস্তাব না, স্ট্যাম্প ডিউটির ঘাটতি মেটাতে যে সুদ দিতে হয় তাও কমানোর প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী।

.