শীতের অপেক্ষায় রাজ্য

গত তিন দিনের টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে গেছে অনেকটাই। টানা বৃষ্টিতে তাপমাত্রা কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই শীত এসেছে তা অবশ্য বলতে নারাজ আলিপুর আবহাওয়া দফতর।

Updated By: Nov 17, 2011, 05:13 PM IST

গত তিন দিনের টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে গেছে অনেকটাই। টানা বৃষ্টিতে  তাপমাত্রা কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই শীত এসেছে তা অবশ্য বলতে নারাজ আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে শীত আসার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে আবহাওয়া দফতরসূত্রে জানা গেছে। মালদা, কোচবিহার, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে গত তিনদিন ধরে চলছে টানা বৃষ্টি। বৃষ্টিতে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে গেছে তিন থেকে চার ডিগ্রী। শীত অনুভূত হলেও এখনই উত্তরবঙ্গে শীত এসে গেছে এমনটা অবশ্য বলছেনা আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীত আসার পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। বাংলাদেশ ও রাজ্যের সংলগ্ন উপকূলবর্তী এলাকাগুলিতে  ঘূর্ণাবর্ত তৈরির ফলে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘণ্টায় হালকা বৃষ্টি হয়েছে। আকাশও ছিল মেঘলা। ফলে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়ায় উনিশ ডিগ্রীর কাছাকাছি। তবে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রীর কাছাকাছি থাকায় দিনের বেলা গরম অনুভূত হয়েছে। তবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনে তাপমাত্রা বেশি থাকলেও রাত ও ভোরের দিকে শীতের আমেজ রয়েছে। শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গে এখনই শীত আসার কোনও পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।     
 
 

.