পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে আগামিকাল বৈঠকে রাজ্য-কমিশন

Updated By: Mar 12, 2015, 08:29 PM IST
পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে আগামিকাল বৈঠকে রাজ্য-কমিশন

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগে নিয়ে ফের ভিন্নমত রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন। সেই মতপার্থক্যই কি শেষ পর্যন্ত পরিণত হবে সংঘাতে? উত্তর মিলবে আগামিকাল। পুরভোট নিয়ে বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। থাকবেন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিসের DG এবং কলকাতা পুলিসের কমিশনার।

আগামী মাসে কলকাতা সহ রাজ্যের চুরানব্বইটি পুরসভায় ভোট। নির্বাচনে আধাসামরিক বাহিনী মোতায়েনের প্রশ্নে ইতিমধ্যে কমিশন-রাজ্য মতপার্থক্য সামনে এসেছে। রাজ্য সরকার চায়, রাজ্যের সশস্ত্র পুলিস দিয়েই নির্বাচন হোক। কমিশন চায়, স্পর্শকাতর বুথগুলির নিরাপত্তা দেখুক আধাসেনা। বৃহস্পতিবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্টই ভাল। কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই। কেন্দ্রীয় বাহিনী আনতে অতিরিক্ত খরচ করতে হবে রাজ্যকে।

মন্ত্রীর যুক্তি, ২০১০ সালের পুরভোটে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ ছিল। জঙ্গলমহলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হয়েছিল। এর ফলে, বাইরে থেকে বাহিনী আনার প্রয়োজন হয়েছিল। দুহাজার তেরোর পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ টেনে ফিরহাদ হাকিমের বক্তব্য, পঞ্চায়েত ভোটের তুলনায় এবারের পুরভোটে বুথের সংখ্যা অনেক কম। তাই বাইরে থেকে বাহিনী আনার প্রয়োজন নেই।রাজ্যের পুলিসই যথেষ্ট। শুক্রবারের বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব কমিশনকে এই যুক্তিই দেবেন বলে নবান্ন সূত্রে খবর। কমিশন অবশ্য মনে করছে, স্পর্শকাতর বুথের যা সংখ্যা, সশস্ত্র রাজ্য পুলিস দিয়ে সব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়।

 

.