আহত বিধায়কদের ফেরাল এসএসকেএম
এবার আমরা-ওরা বিভাজনের অভিযোগ উঠল সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের বিরুদ্ধে। অভিযোগ, বিধানসভায় গণ্ডগোলে আহত দুই বাম বিধায়ককে ফিরিয়ে দিলেও, আহত তৃণমূল বিধায়ক মেহবুবা বেগমকে ভর্তি করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবার আমরা-ওরা বিভাজনের অভিযোগ উঠল সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের বিরুদ্ধে। অভিযোগ, বিধানসভায় গণ্ডগোলে আহত দুই বাম বিধায়ককে ফিরিয়ে দিলেও, আহত তৃণমূল বিধায়ক মেহবুবা বেগমকে ভর্তি করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এবার আমরা-ওরা বিভাজনের অভিযোগ উঠল সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের বিরুদ্ধে। অভিযোগ, বিধানসভায় গণ্ডগোলে আহত দুই বাম বিধায়ককে ফিরিয়ে দিলেও, আহত তৃণমূল বিধায়ক মেহবুবা বেগমকে ভর্তি করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবার আমরা-ওরা বিভাজনের অভিযোগ উঠল সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের বিরুদ্ধে। অভিযোগ, বিধানসভায় গণ্ডগোলে আহত দুই বাম বিধায়ককে ফিরিয়ে দিলেও, আহত তৃণমূল বিধায়ক মেহবুবা বেগমকে ভর্তি করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিধানসভায় অধিবেশন চলাকালীন তৃণমূলের দুই বিধায়কের হাতে নিগৃহীত হন বাম বিধায়ক দেবলীনা হেমব্রম। বামেদের অভিযোগ, প্রথমে দেবলীনা হেমব্রমকে উদ্দেশ্য করে কটুক্তি করেন শাসকদলের বিধায়কেরা। এরপর তাঁকে মাটিতে ফেলে প্রচণ্ড মারধর করা হয়। মারধরে আহত হন তিনি। বামেদের অভিযোগ, শাসকদলের বিধায়কদের মারধরে সিপিআইএম বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জির মাথা ফেটে যায়। দু`জনকেই আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। কিন্তু প্রাথমিক চিকিত্সা করা হলেও তাঁদের ভর্তি করা হয়নি। অথচ একই ঘটনায় আহত তৃণমূল বিধায়ক মেহবুবা বেগমকে ভর্তি করা হয়েছে এসএসকেএমে। সুপারের যুক্তি, দুই বাম বিধায়ককে ভর্তির প্রয়োজন মনে করেননি চিকিতসকরা।
দুই বাম বিধায়ক রীতিমতো অসুস্থ বোধ করছেন বলে জানানো সত্ত্বেও কেন এসএসকেএমের চিকিত্সকরা তাঁদের ভর্তির প্রয়োজন বোধ করলেন না? কেনই বা একই ঘটনায় আহত মেহবুবা বেগমকে ভর্তি করে নেওয়া হল? প্রশ্ন উঠছে তাহলে কী অসুস্থতার চেয়েও বড় হয়ে উঠল রাজনীতির রং!