যোগ্য প্রার্থী নেই, তাই পূরণ হবে না এসএসসির সিট

স্কুল শিক্ষক পদে প্রায় পঞ্চাশ হাজার নিয়োগের কথা বলা হলেও বাস্তবে তিরিশ হাজারের বেশি নিয়োগ হচ্ছে না। স্কুল সার্ভিস কমিশনের যুক্তি, যোগ্য প্রার্থী না পাওয়াতেই এমনটা হচ্ছে।

Updated By: Aug 6, 2013, 11:21 PM IST

স্কুল শিক্ষক পদে প্রায় পঞ্চাশ হাজার নিয়োগের কথা বলা হলেও বাস্তবে তিরিশ হাজারের বেশি নিয়োগ হচ্ছে না। স্কুল সার্ভিস কমিশনের যুক্তি, যোগ্য প্রার্থী না পাওয়াতেই এমনটা হচ্ছে।
মঙ্গলবার প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের ফল। পরীক্ষার এক বছরেরও বেশি সময় পরে এবার ফল প্রকাশিত হল। স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞাপন প্রকাশের  সময় কমিশনের চেয়ারম্যান বলেছিলেন প্রায় পঞ্চাশ হাজার পদে নিয়োগ হবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেছে শূন্য পদের সংখ্যা প্রায় সাতচল্লিশ হাজার। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ফলাফলে দেখা যাচ্ছে এই সাতচল্লিশ হাজার পদেও নিয়োগ সম্ভব হচ্ছে না। কমিশন জানিয়েছে, দশ হাজার পদে কোনও যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। মঙ্গলবার প্রায় ছত্রিশ হাজার সফল প্রার্থীর তালিকা প্রকাশ করল কমিশন। সফল প্রার্থীদের আবার ডাকা হচ্ছে পার্সোনালিটি টেস্টে। ফলে কার্যক্ষেত্রে তিরিশ হাজারের বেশি পদে নিয়োগ হচ্ছে না বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
 
কিন্তু কী কারণে প্রায় দশহাজার পদে প্রার্থী পাওয়া গেল না? কমিশনের চেয়ারম্যান বলছেন, বিজ্ঞান শাখায় অধিকাংশ সংরক্ষিত পদের ক্ষেত্রেই প্রার্থী পাওয়া যায়নি। যদিও রাজ্যের শিক্ষামন্ত্রীর দাবি, বামফ্রন্ট সরকারের ভ্রান্ত নীতির জন্যই নাকি প্রার্থী পাওয়া যায়নি। শিক্ষামন্ত্রী দাবি করেছেন পুজোর আগেই প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফলপ্রকাশের চেষ্টা করছে সরকার। স্কুল সার্ভিস কমিশনের পরবর্তী বিজ্ঞাপনও পুজোর আগেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
 

.