রাজ্যে শিল্পের জন্য জমির সমস্যা নেই, বললেন পার্থ

রাজ্যে শিল্পস্থাপনের ক্ষেত্রে জমির কোনও সমস্যা নেই বলে দাবি করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকালই রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে জমি সমস্যার প্রসঙ্গ তুলেছিলেন সিআইআইয়ের প্রেসিডেন্ট ক্রিস গোপালকৃষ্ণণ। জমি নিয়ে কোনও সমস্যার ক্ষেত্রে এদিন রাজ্যের সঙ্গেই যোগাযোগ করার পরামর্শ দেন শিল্পমন্ত্রী।

Updated By: Aug 6, 2013, 11:12 PM IST

রাজ্যে শিল্পস্থাপনের ক্ষেত্রে জমির কোনও সমস্যা নেই বলে দাবি করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকালই রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে জমি সমস্যার প্রসঙ্গ তুলেছিলেন সিআইআইয়ের প্রেসিডেন্ট ক্রিস গোপালকৃষ্ণণ। জমি নিয়ে কোনও সমস্যার ক্ষেত্রে এদিন রাজ্যের সঙ্গেই যোগাযোগ করার পরামর্শ দেন শিল্পমন্ত্রী।
মুম্বইয়ের শিল্পসম্মেলনে তাবড় তাবড় শিল্পপতিদের হাজিরায় তৃপ্ত রাজ্য সরকার। তৃপ্তির সেই আবেশ এখনও কাটেনি। তার মধ্যেই শহরে এসে রাজ্যের অস্বস্তি বাড়িয়েছিলেন বণিকসভা সিআইআইয়ের প্রেসিডেন্ট ক্রিস গোপালকৃষ্ণণ। তিনি বলে গেলেন, শিল্পের জন্য জমি লাগবেই। জমির ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকেই।
শিল্পের জন্য জমি অধিগ্রহণ করবে না রাজ্য সরকার। শিল্পপতিকেই জমির ব্যবস্থা করে নিতে হবে। এই অবস্থানে এখনও অনড় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বারবার শিল্প সম্মেলনের মাধ্যমে বিনিয়োগ টানার চেষ্টা হলেও জমিনীতির সমস্যায় কার্যত থমকে রয়েছে শিল্পায়ন। জমির সমস্যাই যে রাজ্যে শিল্পায়নের মূল অন্তরায়, সোমবার শহরে এসে ফের তা স্পষ্ট করলেন বণিকসভা সিআইআইয়ের প্রেসিডেন্ট ক্রিস গোপালকৃষ্ণণ।

.