SSC: মেধাতালিকায় পেছনে তারপরেও একজনের নামে ২ বার সুপারিশ, ব্লু আইড বয় নাকি? বিস্মিত হাইকোর্ট

বিস্মিত বিচারপতির প্রশ্ন, তাহলে সাক্ষর করলেন কে? কারা নিয়োগের সুপারিশ পাঠাতো?

Updated By: Feb 28, 2022, 05:04 PM IST
SSC: মেধাতালিকায় পেছনে তারপরেও একজনের নামে ২ বার সুপারিশ, ব্লু আইড বয় নাকি? বিস্মিত হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদন: এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা উঠেছে কলকাতা হাইকোর্টে। ২০১৬ সালে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম-সহ আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কোনও কোনও ক্ষেত্রে মেধা তালিকায় নেই এমন পরীক্ষার্থীদেরও চাকরি হয়েছে বলে অভিযোগ। এর পাশাপাশি, মেধা তালিকায় নেই এমন লোকের জন্য সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ। এরকম একটি মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের কথা শুনে বিস্মিত কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)।

এসএসসি নিয়োগ(SSC Rectuitment) দুর্নীতির একটি মামলায় অভিযোগ উঠেছে, চাকরির জন্য সুপারিশ করেছেন এসএসসির চেয়ারম্য়ান। সেই মামলায় আজ এসএসসির প্রাক্তন চেয়ারম্যান আদালতে দাঁড়িয়ে বলেন, 'ছুটিতে ছিলাম। আমি সাক্ষর করিনি।' তাঁর দাবি, যে ইলেকট্রনিক সাক্ষরের কথা বলা হচ্ছে তা তিনি করেননি। সাক্ষর রয়েছে অথচ তিনি ছুটিতে ছিলেন, এমন কথা শুনে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।

ওই কথা শোনার পর বিস্মিত বিচারপতির প্রশ্ন, তাহলে সাক্ষর করলেন কে? কারা নিয়োগের সুপারিশ পাঠাতো? ওইসব প্রশ্নের উত্তর জানতে কমিশনের সদ্য প্রাক্তন পরামর্শদাতা ও প্রোগ্রাম ইনচার্জকে তলব করল হাইকোর্ট। আগামী ২ মার্চ তাদের হাজিরা দিতে হবে।

অভিযোগ উঠেছে, মেধা তালিতায় নাম থাকার পরও শেষপর্যন্ত সেই নাম চলে গিয়েছে ওয়েটিং লিস্টে। মাঝখান থেকে চাকরি হয়েছে মেধাতালিকায় নাম নেই এমনসব লোকজনের। এনিয়ে আদালতের প্রশ্ন, মেধাতালিকায় পেছনের দিকে নাম রয়েছে। তারপরেও একজনের জন্য কমিশন তার নাম দুবার সুপারিশ করে। ব্লু আইড বয় নাকি? 

আরও পড়ুন-ইউক্রেন পরিস্থিতি নিয়ে কেন্দ্রের পাশে থাকার বার্তা, সর্বদল বৈঠক ডাকার আর্জি মুখ্যমন্ত্রীর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.